বাঙালী বাহিনীর প্রতিষ্ঠা দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই জানুয়ারি  হাওড়া জেলার উলুবেরিয়ায় মহাসমারোহে বাঙালী বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালন করা  হয়৷ এখানে উল্লেখ্য ১৯৮৯ সালে ১৬ই জানুয়ারি উলুবেরিয়ায় বি.টি. কলেজে মার্গ  গুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী পদার্পণ করেছিলেন ও সেখানে বাহিনী প্রতিষ্ঠা করেন৷  এই উপলক্ষ্যে প্রতি বছর ওইদিনটিতে বাঙালী বাহিনীর প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়৷ অনুষ্ঠানের শুভারম্ভ হয় শ্রী নরহরি কর্ত্তৃক পতাকা উত্তোলন করে গার্ড অফ অনার দেওয়া হয়৷