বেজে উঠল ক্রিকেট বিশ্ব যুদ্ধের দামামা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের ভারতীয় দল ঘোষণা হতেই চুলচেরা বিশ্লেষণ চলছে৷ উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে আশঙ্কা ছিল৷ তবে টানাপোড়েন শেষে তাঁর অন্তর্ভুক্তিতে স্বস্তিতে থিঙ্কট্যাঙ্ক৷ নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছেন, ‘রাহুলের চোটমুক্তি নিঃসন্দেহে দলের ভারসাম্য আরও বাড়াবে৷ বেঙ্গালুরুর এনসিএ’তে গত দুদিন আলাদাভাবে পর্যবেক্ষণ করা হয়েছে ওকে৷ বাইশ গজে ব্যাট হাতে প্রায় ৫০ ওভার কাটিয়েছে রাহুল৷ সবদিক বিবেচনা করে সেরা দলই বেছে নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গত মে মাস থেকে পেশির চোট ভোগাচ্ছে তাকে৷ শেষ মুহূর্তে এশিয়া কাপেও যেতে পারেননি রাহুল৷ তবে ম্যানেজমেন্ট আশাবাদী, সুপার ফোর ম্যাচের আগেই তিনি রোহিত ব্রিগেডের সঙ্গে যোগ দেবেন৷

সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তনে আশাবাদী বিশেষজ্ঞরাও৷ এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন ঈশান কিষান৷ পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা দারুণভাবে সামাল দেন তিনি ও হার্দিক৷ এখন রাহুল এসে যাওয়ায় বিশ্বকাপে প্রথম একাদশ বেছে নেওয়ার কাজ আরও কঠিন হল৷ অজিত আগরকর জানিয়েছেন, ‘ম্যাচের আগে ক্রিকেটারদের ফিটনেস দল নির্বাচনে বড় ভূমিকা নেবে৷ পারফরম্যান্স বিচার করেই সেরা দল মাঠে নামবে৷’

একদিনের বিশ্বকাপের জন্য ঘোষণা হওয়া দল নিয়েও শুরু হয়েছে জল্পনা৷ কারণ প্রত্যাশিত পথেই চলেছেন নির্বাচকরা তাই দলে কোন চমক নেই৷ আগামী ৯ই সেপ্ঢেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খেলবেন লোকেশ রাহুল৷ তবে বিশ্বকাপের স্কোয়াডে তিনি এলেন কোন ম্যাচ না খেলেই৷ চলতি বছরের মে মাসে শেষবার তাকে খেলতে দেখা গিয়েছিল প্রতিযোগিতামূলক ক্রিকেটে৷ আর শেষবারের মতো পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছিলেন গত মার্চ মাসে৷

তা যাই হোক দলের অধিনায়ক জানান--- ‘ভারসাম্য ও গভীরতার দিক দিয়ে এটাই সেরা দল৷ অনেক ভাবনাচিন্তার পর এই ক্রিকেটারদের নেওয়া হয়েছে৷ ভারতীয় শিবির মনে করছেন এই স্কোয়াডে ভারসাম্য আছে৷ তবে দলে কোনও ডানহাতি স্পিনার নেই৷ লেগ স্পিনার যুজবেন্দ্র চহালকে ফেরানো হয়নি৷ অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিনও নেই দলে৷