বিনা পয়সায় চিকিৎসা সম্ভব নয়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

‘পূজো করতে যেমন চাঁদা দিতে হয়, রোগ সারাতেও রোগ সারাতেও খরচা করতে হয়৷’ কথাগুলি বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিনা পয়সায় চিকিৎসা আর সম্ভব নয়৷ আচ্ছে দিনের ফেরিওয়ালার দল ত্রিপুরায় সরকার গঠন করে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এখন বুঝছেন কথা দেওয়া আর কথা রাখা এক জিনিস নয়৷ অবশ্য কথা দিয়ে না রাখাটাই রাজনীতির রেওয়াজ হয়ে গেছে৷

বিনা পয়সায় সাধারণ মানুষ আর চিকিৎসার সুযোগ পাবেন না৷ সব শ্রেণীর মানুষকেই পয়সা দিয়েই চিকিৎসা করাতে হবে---এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা সরকার৷ তবে শ্রেণীগত ভাবে অর্থের তারতম্য আছে৷ যেমন প্রায়োরিটি হাউস হোল্ডদের ক্ষেত্রে কুড়ি টাকা ও বিপিএল শ্রেণীর মানুষদের দশ টাকা দিয়ে কাড করে আউটডোরে চিকিৎসা করাতে হবে৷ সব ওষুধও আর বিনাপয়সায় পাওয়া যাবে না৷ বাড়ছে কেবিন,খাওয়ার খরচও৷ অক্সিজেন সিলিণ্ডারের ক্ষেত্রেও ঘণ্টা পিছু পঁচিশ থেকে পঞ্চাশ টাকা দিতে হবে৷ গরীব মানুষের ওপর এই বোঝা চাপানো হ’ল কেন? বিরোধীদের এই প্রশ্ণে মুখ্যমন্ত্রী নীরব থাকেন৷ স্বাস্থ্য দপ্তর তাঁরই হাতে৷