বিরোধীদের আবেদন খারিজ - বিতর্কিত কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

যে বিল নিয়ে সংসদ উত্তাল হয়েছে,দেশজুড়ে বিক্ষোভ চলছে, সংসদে শাসকদলের স্পর্ধার কাছে পরাজিত হয়ে রাষ্ট্রপতির দারস্থ হয়েছেন বিরোধীরা, ২৭শে সেপ্ঢেম্বর বিরোধীদের আবেদন খারিজ করে বিতর্কিত সেই কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি৷ আইনে পরিণত হলো কৃষিবিল৷

প্রধানমন্ত্রী যদিও এই বিলে চাষীদের লাভ দেখছেন, বিরোধীরা তা মানতে রাজী নয়, তাদের মতে এই বিল কর্ষকদের সর্বনাশ করবে, এন.ডি.এর শরিক শিরোমণি অকালি দলও কৃষিবিলের প্রতিবাদে মন্ত্রীত্ব ও এন.ডি.এ জোট ত্যাগ করেছে৷

বিশিষ্ট প্রাউটিষ্ট হরনাথ মাহাত বলেন এই বিল কৃষি ক্ষেত্রে অবাধ পুঁজিপতি শোষনের দরজা খুলে দেবে৷ বাদামী সাহেবরা নব নীলকরের বেশে কর্ষকদের ঘাড়ে চেপে বসবে৷ নিজেদের প্রয়োজনের তাগিদে নয় কর্ষকরা চাষ করতে বাধ্য হবে ধনকুবেরদের মুনাফার স্বার্থে৷

আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ বলেন প্রধানমন্ত্রী কৃষি আইনে আত্মনির্ভরতার অলীক স্বপ্ন দেখছেন, অথবা মানুষকে জেনে বুঝে ভুল বোঝাচ্ছেন৷  পুঁজিপতিদের লক্ষ্যই অধিক থেকে অধিকতর মুনাফা লোটা৷ প্রধানমন্ত্রী এমন বলছেন যেন কর্ষকদের জন্যে পুঁজিপতিদের দরদের সীমা নেই৷ বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন সত্যিই যদি কর্ষকদের প্রতি দরদ থাকে তবে অসার আন্দোলনের পথ ছেড়ে আগে প্রাউট পড়ুন, প্রাউট জানুন৷ শুধু কর্ষক নয়, সকল শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণের পথ খঁুজে পাবেন৷