ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ান চিনকে ফাইনালে হারিয়ে ইতিহাস রচনা করল ভারত

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কো সুং হিউন ও শিন চোয়েলকে হারিয়ে প্রথম ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ টুর্র্নমেন্টে ইতিহাস রচনা করলেন  সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টী৷ বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি লি জুন ও লিউ ইউ চেনকে  ২১-১৯,১৮-২১,২১-১৮তে হারিয়ে তাইল্যাণ্ড ওপেন জিতলেন ভারতের সেরা ডাবলস জুটি৷

বিশ্বচ্যাম্পিয়ান জুটির বিরুদ্ধে প্রথম সেটেই ধৈর্য ও সঠিক সময়ে সঠিক শট খেলে প্রথম সেটের দখল নিতে চান তারা ও তাতে সফলও হয়৷ এক সময়ে স্কোর ১৫-১৫ হয়ে গেলেও  সাত্ত্বিকের  চোখ  ধাঁধানো শটের  মধ্যে দিয়ে প্রথম সেটের নির্ণায়ক পয়েন্টটি জিতে নেয়৷

দ্বিতীয় সেটে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্তভাবে খেলার মোড় ঘুরিয়ে দেয় কোরিয়ানরা চ্যাম্পিয়নরা৷ এরপর হঠাৎ চাপ অনুভূত হয় ভারতীয় জুটির কারণ তাদের অনভিজ্ঞতার ফলে  তাদের জুটি কিছু ভূল করে ফেলে, আর এই ভুলের কারণেই চিনা জুটি এগিয়ে যায় ও হারতে হয় সাত্ত্বিকদের৷

খেলার একেবারে ফাইনাল স্টেজে বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে গেলেও  সাত্ত্বিক-চিরাগ তাদের প্রতিভার  পরিচয় দিয়ে  দুর্ধর্ষ ডাউন দা লাইন  শটে ফাইনাল সেটে এগিয়ে যান ভারতীয় শাটলাররা৷ অবশেষে ২১-১৮ স্কোরে ফাইনাল সেট নিজেদের দখলে আনেন সাত্ত্বিক-চিরাগের জুটি৷

 ভারতীয় ব্যাটমিন্টনে সিঙ্গলসে সাফল্য এলেও ডাবলসে তেমন সাফল্য আসেনি বহু বছর পর এই সাফল্য এনে দিলেন দুই ভারতীয় যুবা, তাই এটা বলতে হয়ে তাঁদের এই সাফল্য ভারতীয় ডবলসের  চেহারা খানিকটা হলেও বদলে দিয়েছে৷