চোট সারিয়েই যোগ্যতা অর্জন করলেন মীরাবাই

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আসন্ন প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন মীরাবাই চানু৷ টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন মহিলাদের ৪৯ কেজি বিভাগে৷ একই সঙ্গে তিনি আগামী অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা মান স্পর্শ করেছেন৷ তাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৮৪ কেজি ওজন তুলেছেন মীরাবাই৷ চোট সারিয়ে ছ’মাস পর প্রতিযোগিতায় নেমেই অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত করে ফেললেন দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক৷ উচ্ছ্বসিত মীরাবাই বলেছেন, ‘‘চোট পাওয়ার পর এ ভাবে ফিরে আসাটা অবিশ্বাস্য মনে হচ্ছে৷ ওজন তুলতে কোনও সমস্যা হয়নি৷ প্রতি বারই পরিষ্কার ভাবে ওজন তুলেছি৷ যথাযথ ভাবে শক্তি প্রয়োগ করতে পেরেছি৷ এই সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করবে৷’’ তিনি আরও বলেছেন, ‘‘চোট সারানোর পর রিহ্যাবেপ প্রক্রিয়া বেশ কঠিন হয়৷ এই সময়ে কোচেরা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে৷ সব রকম প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছেন৷’’

আগামী ২৮ এপ্রিল ভারোত্তোলনের যোগ্যতা অর্জন পর্বের সব প্রতিযোগিতা শেষ হওয়ার পর সরকারি ভাবে অলিম্পিক্সের প্রতিযোগীদের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন৷ পুরুষ এবং মহিলাদের প্রতিটি বিভাগের বিশ্বের সেরা ১০ জন ভারোত্তোলক প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পাবেন৷