গণতন্ত্রের উদ্ধারে আবশ্যিক শোষিত নিপীড়িতদের নবজাগরণ

লেখক
প্রভাত খাঁ

ভারতে চলছে দলতন্ত্রবাদ যে বাদের লক্ষ্যই হলো সরকার দলের, দলের জন্য,দলের দ্বারা৷ গণতন্ত্রে সরকার হবে জনগণের, জনগণের জন্য, জনগণের দ্বারা৷ কিন্তু আজ ভারতে সেটা নেই৷ তার কারণের জন্য দায়ী সাম্রাজ্যবাদী ইংরেজ শাসক যারা ৭৬ বছর আগে এই দেশের শাসন ছাড়ে আর যাদের হাতে শাসনভার দেয় তারা ছিল দলের অর্থাৎ হিন্দু ও মুসলমানদের নেতা৷ কিন্তু এদেশ তো শুধু হিন্দু ও মুসলমানরা থাকে না৷ জনগণ হলো জাতি ধর্ম মত নির্বিশেষে সকলশ্রেণীর মানুষ৷ আর সংবিধানে বলা হয় এই ভারত যুক্তরাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র৷ তাই আজ পদে পদে যারাই শাসনে যায় তারাই ঐ সংবিধানকে অস্বীকার করেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে বোটকে হাতিয়ার করে গদী পায়৷ সেখানে তারা শাসনের ক্ষমতা হাতে নিয়ে এক দলীয় বা বহু দলীয় হিসাবে শাসক হয়ে সেই স্বৈরাচারিতাকেই হাতিয়ার করে ধনতান্ত্রিক, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাভাবনায় প্রেষিত হয়ে ১৪২ কোটি নাগরিকদের মধ্যে প্রায় ৭৫ কোটি মানুষদের সংসার অচল করে দেয়৷ তাদের না আছে চাকরী, না আছে কোন আর্থিক স্বচ্ছলতা! গায়ে গতরে খেটে খায় আর সরকার তাদেরই শোষণ করে চলেছে দারুণভাবে৷ দেশে মুদ্রাস্ফীতি ঘটিয়ে, চরম দ্রব্যমূল্য বৃদ্ধি করে আর ডিজেল পেট্রোলের ও রান্নার গ্যাসের দাম দারুণভাবে বাড়িয়ে ও মোদি সরকারের কালাকানুন জি.এস.টি গরিবের গলায় ফাঁস হয়েছে৷ তাতেই গরিবরা চরমভাবেই কাবু হয়ে অর্দ্ধমৃত হয়ে কাল কাটাচ্ছে৷ আর ১০ শতাংশ ধনী, ১৫ শতাংশ উচ্চ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ভালো আছে আর বাকী জনগণ চরমভাবে জিডিপির তথ্য সাজিয়ে চিৎকার করছে দেশ বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে আসছে৷ জনগণের সঙ্গে এ এক বিরাট প্রতারণা৷ এই সরকার জনগণের সেবার নামে ব্যষ্টি ও দলের সেবা করে চলেছে৷ সংসদে বিরোধীদের কোনরকম মর্যাদা না দিয়ে শুধুমাত্র সংখ্যার জোরে ইচ্ছে মতো আইন পাশ করছে৷ যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর৷

অত্যন্ত বিপদের কথা ও গণতন্ত্রের পক্ষে অভিশাপ তা হলো গুরুত্বপূর্ণ বিচার বিভাগের প্রবীন বিচারপতির অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সঙ্গত অধিকার খর্ব করার চক্রান্ত চলছে৷ পছন্দমতো নির্বাচন কমিশন গড়তো জনগণ দ্বারা নির্বাচিত সরকারের এই স্বেচ্ছাচারিতা জনগণ কিন্তু বেশী দিন সহ্য করবে না৷

আজ ৭৬ বছরের মধ্যে জনগণ যে দীর্ঘ বছর ধরে দাবী করে আসছে তা যাতে জীবনধারণের নূন্যতম প্রয়োজন মেটানোর ক্রয়ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে৷ হলো সকল নাগরিকগণ তার সুব্যবস্থা করা হোক৷ কিন্তু অদ্যাবধি কেন্দ্র ও রাজ্যের কোন সরকার তাতে জোরই দিচ্ছে না৷ শান্তি পূর্ণভাবে জনগণ বহু রাজ্যে মানুষ বোট দিতে পারে না৷ বোটে মারামারি কাটাকাটি বোমাবাজি ইভিএম কারসাজির অভিযোগ ওঠে৷ কেন এর সদুত্তর কোন, সরকার ও দলই দেয় না৷ পরীক্ষায় টুকলি বাজির মতো এখানে গণতন্ত্রকে নস্যাৎ করে বোটেও টুকলি বাজিচলে--- যার পোষাকি নাম রিগিং৷ তা দেখা যায়নি! এ কেমন সরকার ! মিথ্যাচারীর একশেষ গদীতে এসেই ঘোষনা হয় ‘বছরে দুকোটি চাকরী৷ অথচ কোটি কোটি যুবক বেকার হয়ে বসে আছেন আর রেল ও পোষ্ট অফিসে তো হাজার হাজার শূন্যপদ বছরের পর বছর পড়ে আছে৷ লোক নেওয়া হয়নি৷ আর্থিক ব্যয় সংকোচন করা হয়েছে! ধনী ঋণগ্রহণকারী দেয় কোটি কোটি টাকা ঋণ শোধ করে দেওয়া হচ্ছে৷ ব্যাঙ্ক এর টাকা জালিয়াতি করে বহুধনী পাড়ি দিয়েছে দেশের বাহিরে! এই স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে ও ধনকুবেরদের শোষণ থেকে দেশকে রক্ষা করতে নিপীড়িত শোধিত জনগণের চাই নবজাগরণ৷ সাধারণ মানুষের চেতনা না ফিরলে দেশ রসাতলে যাবে৷ তাই আগামী নির্বাচনে জনগণকে অত্যন্ত সচেতন হয়ে বোট প্রয়োগ করতে হবে৷ নতুবা স্বৈরাচারী শাসনব্যবস্থা নখ, দাঁত বার করে বিস্তার করবে৷