গোড্ডায় প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই ১৮ই নবেম্বর গোড্ডাতে (ঝাড়খণ্ড) প্রাউটিষ্ট ইউনিভার্সালের উদ্যোগে এক প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ বর্তমান দেশে পুজিঁবাদী সমাজব্যবস্থায় দারিদ্র্য ও বেকারসমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ এই ভয়ঙ্কর সামাজিক অর্থনৈতিক সমস্যার সমাধান পুজিঁবাদী দর্শন বা মাকর্সবাদী দর্শনের দ্বারা সম্ভব নয়৷ একমাত্র প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্রের বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সমাজের সমস্ত সমস্যার সমাধান সম্ভব৷ তাই এই যুগান্তকারী প্রাউট দর্শন সম্পর্কে বিশেষ করে আজকের শিক্ষিত যুব সমাজকে প্রশিক্ষিত করার জন্যেই এই ধরনের প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন বলে জানান প্রাউট প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাপক আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ এই শিবিরে প্রায় দুই শতাধিক ছাত্র-যুবা ও অন্যান্য প্রগতিশীল চিন্তাধারার মানুষ উপস্থিত হয়েছিলেন৷

এই শিবিরে প্রাউট দর্শনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন প্রাউটিষ্ট ইউনিভার্সালের সেক্রেটারী জেনার্যাল আচার্যরবীশানন্দ অবধূত, প্রাক্তন এস.জি, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, প্রাউট তাত্ত্বিক আচার্য বীতমোহানন্দ অবধূত, অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা প্রমুখ৷

গোড্ডার হোটেল তুষ্টয়া রেসিডেন্সি (সরকান্ডা)-তে আয়োজিত এই প্রাউট-প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন, ডঃ সবিতা (প্রিন্সিপ্যাল,গভর্ণমেন্ট হোমিওপ্যাথি কলেজ, রাঁচী), এ্যাডভোকেট অশোকজী (ভাগলপুর), শ্রী রাজেন্দ্র পণ্ডিত (মোতি কলা বোর্ড, রাঁচী), স্থানীয় বিশিষ্ট প্রাউট-তাত্ত্বিক শিবশঙ্কর পণ্ডিত, প্রাউট-ভুক্তিপ্রধান হরিশঙ্কর পঙ্কজ মাহাত, স্থানীয় প্রবীণ আনন্দমার্গী শ্রীমতী গায়েত্রী মাহাত, প্রভূজী মাহাত প্রমুখ৷ উদ্বোধনী ভাষণ দেন আচার্য মুক্তিচেতসানন্দ অবধূত৷

শিবিরের শেষ দিনে শ্রীশিবশঙ্কর পণ্ডিতের নেতৃত্বে পি.ইয়ূ. জেলা কমিটি তৈরী করা হয়৷ এই কমিটির সকলে জেলার সর্বত্র ব্যাপকভাবে প্রাউট -প্রচারের শপথ গ্রহণ করেন৷

এই প্রাউট প্রশিক্ষণ শিবিরটিকে সাফল্যমন্ডিত করতে শ্রী শিবনারাণ পণ্ডিত, হরিকৃষ্ণ দেব (বিপি), পঙ্কজ মাহাত (ই.য়ূ.পি.এস.এফ সেক্রেটারী), আচার্য সুধাময়ানন্দ অবধূত, অজয় মাহাত ও পি-ইয়ূর গোড্ডার সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সাহায্য বিশেষভাবে উল্লেখ্যযোগ্য৷ শিবিরের ব্যবস্থাপকের প্রধান দায়িত্বে ছিলেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত (সেক্টোরিয়্যাল ফেডারেশন সেক্রেটারী)৷