ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন সেলটিকের প্রাক্তন স্ট্রাইকার

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

স্কটল্যাণ্ডের সংবাদমাধ্যমের সূত্রে পাওয়া খবর অনুযায়ী এটিই এখনও পর্যন্ত জানা গিয়েছে যে সেলটিকের প্রাক্তন স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসের সঙ্গে কথপকথন করেছেন  ফাওলার৷ সেলটিকের  হয়ে ১৩৫ টি ম্যাচ খেলেছেন স্টোকস৷ গোল করেছেন ৫৮টি৷ আর্সেনাল, ব্ল্যাকবার্ন রোভার্স, শেফিল্ড ইউনাইটেড সহ একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷  আয়ারল্যাণ্ডের  অনূর্দ্ধ ২১, সিনিয়র দলের হয়েও খেলেছেন তিনি৷

এবার কথা হল সব ঠিক হলে  রবি ফাওলারের হাত ধরেই উঠছে  ইস্টবেঙ্গল দলের উন্নয়ন৷ সরকারিভাবে এখনও ক্ষমতার অধিকারী না হলেও লিভারপুলের প্রাক্তন ফুটবলার দল গড়ার প্রক্রিয়া শুরু করেছেন আর তারই ফলে এই খবর জানা গেছে৷

গত রবিবার স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর চেয়ারপার্সন জানিয়েছেন আই.এস.এল-এ ইস্টবেঙ্গলকে নিয়ে মোট ১১টি দলের টুর্র্নমেন্ট হতে চলেছে৷ হাতে সময় কম দলের৷ তাই দেশীয় ফুটবলারদের নিলেও বিদেশী ফুটবলার এখনও নেওয়া হয়নি৷ তাই বিদেশী ফুটবলার হিসেবে স্টোকস কে পছন্দ করে আনার সিদ্ধান্ত নেন ফাওলার৷ তিনি ৩২ বছর বয়সী স্টোকসকে দলে আনার উদ্যোগ নেন৷ তবে স্টোকস-এর সঙ্গে চুক্তি হবে কি না বা তিনি খেলবেন কিনা তা এখন পরিষ্কার হয়নি৷ কিছুদিনের মধ্যেই সবকিছু জানা যাবে যে স্টোকস খেলবেন না, নাকি খেলতে পারেন৷