মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই জানুয়ারী হাওড়া জেলার উলুবেড়িয়ায় মহাসমারোহে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালিত হয়৷ এখানে উল্লেখ্য, ১৯৭৯ সালের ১৬ই জানুয়ারী উলুবেড়িয়া বিটি কলেজে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পদার্পণ করেছিলেন ও ধর্ম মহাসম্মেলন করেছিলেন৷ এই উপলক্ষ্যে এবছরও যথারীতি হাওড়া জেলার আনন্দমার্গীরা পরম শ্রদ্ধার সঙ্গে এই দিনটিকে পালন করেন৷ অনুষ্ঠানের শুভারম্ভ হয় শ্রী নরহরি মণ্ডল কর্তৃক পতাকা উত্তোলনের মাধ্যমে৷ তৎপরে অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনার পর স্বাধ্যায়ে জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা উলুবেড়িয়ায় মার্গগুরুদেব যে প্রবচন দিয়েছিলেন সেটি পাঠ করে শোণান৷ তারপর বকুল রায় মার্গগুরুদেবের আগমণের বর্ণনা দিয়ে স্মৃতিচারণ করেন৷ এরপর আনন্দমার্গের আদর্শ ও মার্গগুরুদেবের ওপরে বক্তব্য রাখেন শ্রীশুভেন্দু ঘোষ, রবীন্দ্রনাথ সেন, আচার্য অভিব্রতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দরেখা আচার্যা, আচার্য সুবিকাশানন্দ অবধূত ও স্থানীয় কিছু বরিষ্ঠ আনন্দমার্গী৷ এরপর দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় ও সবশেষে আনন্দমার্গীরা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর পরিক্রমা করেন৷

নিজস্ব সংবাদদাতা, হাওড়া ঃ গত ২৬ জানুয়ারী হাওড়ার রাণীহাটিতে আমরা বাঙালীর পক্ষ থেকে একদিনের একটি বাঙালী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ উক্ত শিবিরে হাওড়া জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালীর সদস্যরা যোগদান করেন৷ শিবিরের মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীতারাপদ বিশ্বাস৷ ওই দিন বিকেলবেলা এন.আর.সি.-র প্রতিবাদে একটি পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন উৎপল কুণ্ডু চউধুরী, অর্ণব কুণ্ডু চউধুরী, প্রদীপ কাড়া প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন অর্ণব কুণ্ডু চউধুরী, জয়ন্ত শীল ও সহযোগিতায় ছিলেন হাওড়া জেলার জেলাসচিব শ্রীরামচন্দ্র মান্না প্রমুখ৷