পাঁশকুড়ায় মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে মার্চ রবিবার পাঁশকুড়ার পূর্ববাকুল্দা গ্রামে বাকুল্দা আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক শ্রী অনিল কুমার মণ্ডলের নাতির শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান মার্গীয় প্রথায় সুসম্পন্ন হল৷ সকাল থেকে ছয় ঘণ্টার অখণ্ড কীর্তন ও মিলিত সাধনার পর শুরু হয় মূল নামকরণ অনুষ্ঠান৷ অচিন্ত্য-মধুছন্দার নবজাতক পুত্রের নাম রাখা হয় ’তৃষাণ’৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার‌্য কৃষ্ণনাথানন্দ অবধূত মহোদয়৷ সহযোগিতা করেন অবধূতিকা আনন্দ নবীনা আচার‌্যা, বিভুকনা আচার‌্যা প্রমুখ শ্রদ্ধেয়া দিদিগন৷ অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির(৪০) ও চারাবিতরণ (৬০০) উপস্থিত অতিথিদের মনে সামাজিক অনুষ্ঠান সম্পর্কে নোতুন ভাবনার জন্ম দেয়৷ গৃহকর্তী শ্রীমতী চিন্ময়ী মণ্ডলের আন্তরিক অতিথি আপ্যায়ন সত্যিই ভোলা যাবে না৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অনন্ত কুমার গোস্বামী৷