প্রত্যাবর্তনের পর চ্যাম্পিয়ন বাইলস্‌

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্রায় দু’বছর পর প্রত্যাবর্তনের পর জিমন্যাষ্টিকে ইউএস ক্লাসিক খেতাব জিতলেন আমেরিকার তারকা বাইলস্‌৷ টোকিও অলিম্পিক্সের পরে এটাই ছিল জিমন্যাস্টিক্সের প্রথম প্রতিযোগিতা৷ শিকাগোয় বাইলসের প্রত্যাবর্তনের দিনে ভরে উঠেছিল স্টেডিয়াম৷ তাঁর বিভাগ থেকে  শুরু হতেই দর্শকের ভিড় সামলানো মুশকিল হয়ে গিয়েছিল৷ তিনি মোট ৫৯.১০০ পয়েন্ট পেয়ে অলিম্পিকে চারটি স্বর্ণের মালিক হয়েছেন৷

জেতার পরে বাইলস বলেছেন, ‘‘শেষ দু’বছরে এত কিছু ঘটে যাওয়ার পরেও যে প্রতিযোগিতায় জিততে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা৷’’ যোগ করেন , ট্রেনিংয়ে যা করছিলাম, এখানে এসেও একই রকম করেছি৷ আলাদা কিছু করিনি৷ বিয়ের পরেও যে একইরকমভাবে দাপটের সঙ্গে জিমন্যাস্টিক্সে নিজেকে তুলে ধরতে পারব ভাবিনি৷’’

টোকিয়োয় নিজের সেরাটা পারেননি বাইলস৷ তারপরেই বিয়ে করেন৷ কিন্তু অনুশীলনে খামতি ছিল না তাঁর৷ ২০২১ সালে হতাশা গ্রাস করে তাঁকে৷ কয়েকদিনের জন্য বিশ্রাম নেন তিনি৷ তবুও লড়াই করে গিয়েছেন৷ বাইলস্‌ বলছিলেন, ‘‘এতদিন পরে ফেরার পরে দেখলাম সকলে আমাকে সমর্থন করছেন৷ আমার নামে পোস্টার নিয়ে এসেছেন৷ আমাকে উৎসাহ দিচ্ছেন৷ সকলের উৎসাহই আমাকে শক্তি দিয়েছে৷ পুরনো দিনগুলো মনে করিয়ে দিয়েছে৷’’