সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে মানবসেবার ব্যাপক আয়োজন

সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়

সম্প্রতি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে কলকাতার জনবহুল সাতটি স্থানে খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে মানব পূজা৷

ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া ও এম্মেফেনাটির রোগের বিরুদ্ধে প্রচারের অঙ্গ হিসেবে “মশকনির্বন” এই নাটকটি বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়৷ “মা অন্নপূর্র্ন” মশাসুর নামক দস্যুকে বধ করে সমাজে শান্তি নিয়ে আসছেন--- এযেন এক নোতুন সমাজ তৈরী হল৷ নাটকটি পরিকল্পনা পরিচালনা প্রযোজনা করেন সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয়৷

ওইদিন কলকাতার শ্যামবাজার মোড়, পাইকপাড়া ভবনাথ সেন স্ট্রীট, বাগবাজার- কাঁটাপুকুর ইত্যাদি স্থানে নাটক পরিবেশন করা হয় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়,

দেবীপূজাকে লক্ষ্য রেখে মানব পূজার যে ব্যবস্থা করা হয় তা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে৷