সর্বভারতীয় স্তরে বাঙালী খেলোয়াড়দের একটি ফুটবল দল একান্ত প্রয়োজন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

মুখে যতই হম্বিতম্বি হোক না কেন, বাস্তব এটাই যে বাঙালীর সেই ফুটবল ঐতিহ্য আজ বেশ ম্রিয়মান৷ প্রমাণস্বরূপ বলা যায় সর্বভারতীয় স্তরে যে দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে বাঙালী ফুটবলারের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকজন৷ কিন্তু এমনটা কেন? বাঙালী কি ফুটবল খেলতে জানে না? নাকি ফুটবলে বাঙলী তেমনভাবে দক্ষতা দেখাতে পারেনি কোনদিনই! পিছন ফিরে তাকালে প্রমাণ হবে সর্বভারতীয় স্তরে বাঙালী দক্ষ ফুটবলারের সংখ্যা কম ছিল না৷ বাঙালী দক্ষ ফুটবলার যারা মাঠ মাতিয়েছে তাদের তালিকা দিতে হলে বেশ কয়েক দিস্তা কাগজের প্রয়োজন হবে৷ গোষ্ঠ পাল, বদ্রু ব্যানার্জী, চুনী গোস্বামী, প্রদীপ ব্যানার্জী, প্রসুন ব্যানার্জী, কাজল মুখার্জী, ভাস্কর গাঙ্গুলী, মনোরঞ্জন ভট্টাচার্য, দেবাশীষ সরকার, বলাই মাখার্জী,  সুব্রত ভট্টাচার্য, শিবাজী ব্যানার্জী, অশোকলাল ব্যানাজী, প্রতাপ ঘোষ, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, সুদীপ চ্যাটার্জী,  দীপেন্দু বিশ্বাস, বিকাশ পাঁজি, দেবজিৎ ঘোষ,  কৃষাণু দে, সুব্রত পাল, শিশির ঘোষ, শিলটন পাল প্রমুখেরা দাপিয়ে ফুটবল খেলেছেন৷ আন্তর্জাতিক স্তরের বহু প্রতিষ্ঠিত খেলোয়াড় বহু বাঙালী ফুটবলারকে আন্তর্জাতিক স্তরের দক্ষ খেলোয়াড়দের পাশে রাখতে চেয়েছেন৷ কিন্তু বর্তমানে বাঙালী কুশলী ফুটবলার সর্বভারতীয় স্তরে উঠে আসছে না৷ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে যে বিষয়টা উঠে আসে তা হ’ল অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় মাঠমুখো হতে পারছে না অনেক কিশোর কিশোরী ফুটবলার৷ পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে অনেক ছোট ছোট মাঠে  দেখা যায় ক্ষুদে ফুটবলারের অভাবনীয় ফুটবল দক্ষতা৷ প্রবীণ অনেক খেলোয়াড়ই একথা স্বীকার করবেন৷ শুধুমাত্র একটু সুযোগ পেলে অনেক বাঙালী ফুটবলার ভাারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠবে৷ সেই কারণে আজ সর্বভারতীয় স্তরে শুধুমাত্র বাঙালী ফুটবলারদের নিয়ে একটি ফুটবল দল তৈরী করা একান্ত প্রয়োজন৷ কয়েকটি প্রতিযোগিতায় এই বাঙালী ফুটবলাররা দেশী-বিদেশী ফুটবলারদের বিরুদ্ধে কেমন ফল করে তা দেখে প্রতিশ্রুতিমানদের তালিম দিেত্রত হবে৷ এর জন্যে প্রবীণ দক্ষ খেলোয়াড়দের সাহায্য নিতে হবে৷ প্রবীণদেরও এ ব্যাপারে অগ্রণী হওয়ার প্রয়োজন রয়েছে৷

খেলার মাঠে যে আবেগ, যে দক্ষতা, যে আত্মবিশ্বাস, যে জাতীয়তাবোধ আর নিজেকে উজার করে দেওয়ার যে মানসিকতার প্রকাশ ঘটে তা বাঙালী জাতি তথা দেশের সমগ্র জনসাধারণের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ ফুটবলে বাঙালী জাতীর যে ঐতিহ্য তাকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে নবীন-প্রবীণ সকল বাঙালীকেই৷

বাঙালী খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল দল এই কারণে প্রয়োজন---প্রতিভা থাকা সত্ত্বেও বাঙালী খেলোয়াড়রা আজ তেমনভাবে সুযোগ পাচ্ছে না৷ দেশে ও বিদেশে বিভিন্ন দিকে ছড়িয়ে থাকার জন্যে বাঙালী খেলোয়াড়দের হেয় করা হচ্ছে৷ শুধুমাত্র টাকার লোভ দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে সাইড লাইনের ধারে বসিয়ে রাখা হয়েছে অনেক বাঙালী ফুটবলারকে৷ ভিন রাজ্যে একাকী হয়ে পড়া সেই খেলোয়াড় পরবর্তী মরসুমে দলই পাচ্ছে না, তার হয়ে কোনও স্পন্সরার এগিয়ে আসছে না৷ ফলে দেশের হয়ে খেলোর স্বপ্ণ চুড়মাড় হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট খেলোয়াড়ের৷ এই সঙ্কটময় অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে একতাবদ্ধ হয়ে একই দলে থেকে বাঙালী খেলোয়াড়দের মাঠে

নামতে হবে৷ নিজেদের দুর্বলতাগুলোকে শুধরে নিয়ে বাঙালীর অতীতের গৌরবময় ফুটবলকে সসম্মানে প্রতিষ্ঠিত করার কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে বাঙলার প্রশাসকদেরও৷ শুধুমাত্র চেয়ারের মদমত্ততায় বাঙলায় থেকে বাঙালীর ফুটবলারদের যাঁরা ক্ষতি করে এসেছেন ও এখনও সেই কাজে মত্ত থাকার পাগলামী করছেন তাদের শিক্ষা দেওয়ার জন্যেও বাঙালী খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ফুটবল দল তৈরী হওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে৷