শ্রীরামপুর আনন্দমার্গ স্কুলে বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা অক্টোবর, ২০১৯ তারিখে শ্রীরামপুর আনন্দমার্গ স্কুলের পরিচালনায় শতাধিক দুঃস্থ নারী-পুরুষ ও শিশুগণের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়৷ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আনন্দমার্গী শ্রীযুক্ত প্রভাত খাঁ মহাশয়, প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণচন্দ্র ভড় মহাশয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য সুবিকাশানন্দ অবধূত, সর্বশ্রী পশুপতি ঘোষ, অশোক চক্রবর্তী, জ্যোতিবিকাশ সিন্হা ও দিলীপ ঘোষ প্রমুখ ব্যষ্টিগণ৷ শারদোৎসবের দিনগুলিতে অনেকেই নতুন বস্ত্র পরিধান করলেও বহু দুঃস্থ মানুষ নতুন বস্ত্র ক্রয় করতে সমর্থ হন না৷ আনন্দমার্গের এই উদ্যোগের মাধ্যমে দুঃস্থ ব্যষ্টিগণ উপকৃত হন৷ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে উপর্যুক্ত মন্তব্য প্রকাশ করেন৷ বক্তাগণ আনন্দমার্গের বিভিন্ন সেবামূলক কর্মসূচী ও আধ্যাত্মিক সাধনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন ও আনন্দমার্গের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন৷ আপামর জনগণকে আনন্দমার্গের যোগ সাধনা পদ্ধতি গ্রহণ করে নিজেদের জীবনকে আধ্যাত্মিকতার পথে পরিচালিত করে ও সমাজকে সুন্দরভাবে গড়ে  তোলার আহ্বান জানান৷