উত্তর ২৪ পরগণা জেলার বইমেলায় আনন্দমার্গের বুকষ্টল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই জানুয়ারী থেকে ৯ই জানুয়ারী পর্যন্ত সপ্তম কাঁকিনাড়া উৎসব উপলক্ষ্যে আনন্দমার্গ প্রকাশন থেকে বুকষ্টল দেওয়া হয়েছিল৷ এই মেলায় আনন্দমার্গ প্রকাশনের পক্ষ থেকে বুক ষ্টল খোলা হয়েছিল৷ এই ষ্টলের প্রতি মেলায় উপস্থিত দর্শকবৃন্দের আকর্ষণ ছিল উল্লেখযোগ্য৷ বুকষ্টলে শ্রী প্রভাতরঞ্জন সরকারের  শিশু সাহিত্য, বাংলা ও বাঙালী,  যোগ ও দ্রব্যগুণে রোগারোগ্য, দেশপ্রেমিকের প্রতি ইত্যাদি বইগুলির চাহিদাও ছিল উল্লেখযোগ্য৷ একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে ‘কাঁকিনাড়া উৎসবে বইমেলা’ শিরোনামে সংবাদ ছাপা হয়৷

এই প্রথমবার প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী হালিশহরে ‘হালিশহর উৎসব’ উপলক্ষ্যে গত ২৪শে জানুয়ারী থেকে ২৮শে পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়৷ কলকাতার বহু পাবলিসার উক্ত মেলায় যোগদান করেছিলেন৷  কিন্তু আনন্দমার্গের বুকষ্টল নিয়ে মানুষের উন্মাদনা ছিল উল্লেখযোগ্য৷ বিশেষ করে ব্যারাকপুর ডায়োসিসের ডিট্.এস আচার্য ভাবপ্রকাশানন্দের উপস্থিতি সেই উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল৷ বহু মানুষ আনন্দমার্গ সম্বন্ধে, শ্রী প্রভাতরঞ্জন সরকার সম্পর্কে জানতে তাঁকে নানান প্রশ্ণ করেন৷  তাঁর সঙ্গে আনন্দমার্গের বহু সদস্য যথা গৌতম মন্ডল, অরূপ মজুমদার,  সঞ্জয় মিশ্র, জয়ন্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ তাঁদের আন্তরিক সহযোগিতায় আনন্দমার্গের বুকষ্টল ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে৷ সাধারণ মানুষেরা আগ্রহ প্রকাশ করেন৷ আগামী বছরও আনন্দমার্গ এই মেলায় অংশগ্রহণ করলে তাঁরা পূর্ণভাবে সহযোগিতা করবেন৷