যে গণতান্ত্রিক রাষ্ট্রে মহান আদালতের নির্দ্দেশ সরকার মানে না সে সরকার কখনো জনগণের নয়

লেখক
প্রভাত খাঁ

এই প্রতিবেদনটি লিখতে বসে প্রথমেই বলি যে শাসক বিচার বা আদালত ও আইন এই বিভাগ যদি সংবিধান না মেনে চলে তা হলে দেশের সর্বনাশ৷ বিচার বা আদালত আজও নিরপেক্ষ হয়ে আছে তাই গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে৷ কথায় আছে যে যায় লঙ্কার অর্থাৎ শাসনে সেই হয় বারণ অর্থাৎ শোষক৷ আজ এদেশের গণতন্ত্র তাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে৷ বিচার বিভাগ সরাসরি শাসন বিভাগের হস্তাক্ষেপ করে না, তবে যদি জনগণ আদালতের কাছে বিচার প্রার্থনা করে আবেদন করে তা হলে তাকে বিচার করতে হয়৷ অনেক সময় যে টি দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে দাঁড়ায়৷

বর্তমান ২০২২ সালের ২৯শে এপ্রিল কেন্দ্রীয় সরকারের নির্দ্দেশে দিল্লিতে একটি আলোচনাসভার আয়োজন করা হয়৷ তাঁর আহ্ববায়ক ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদিজী৷ সেখানে দেশের মুখ্যমন্ত্রীগণ, প্রধানমন্ত্রী কেন্দ্রের ও মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রদ্ধেয় এন.ভি.রামনা৷ আমাদের রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য মুখ্যমন্ত্রীগণ খোলা মেলা আলোচনা করেন৷ আদালতের নির্দেশ মানছে না সরকার এই বলে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি৷

পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন সংকীর্ণ স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক মিথ্যা মামলা হচ্ছে৷ মামলায় পাহাড়  জমছে হাইকোর্টে৷ বিচারপতি নিয়োগ হচ্ছে না৷ কলকাতা হাইকোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২ কিন্তু বর্তমানে বিচারপতি মাত্র ৩৯ জন৷ ৩৩টি পদ শূন্য রাজ্য সরকার ১৫টি শূন্যপদপূরণের জন্য কেন্দ্রকে আবেদন করে কেন্দ্রের কাছে৷ কেন্দ্র মাত্র ১টি পদের জন্য নিয়োগ মঞ্জুর করেছেন৷ এই সম্মেলনে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টে বলেন---প্রত্যেকের অধিকারের একটি লক্ষণরেখা আছে৷ সেই গণ্ডি অতিক্রম করা উচিত নয়৷ মানুষের জন্য সংবিধান তাই আবেদন কোর্টের  এলে আদালত বিচার করে৷ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই বক্তব্য রাখেন৷ আইন বিভাগকে ও তিনি সমালোচনা করেছেন৷  তিনি বলেন কোন আলোচনা ছাড়া কোন আইন পাশ করাটা নীতিসম্মত নয়৷ তাতে সমস্যাই বাড়ে৷ সরাসরি কোন উদাহরণ তিনি না দিলেও নিঃসন্দেহে বলা যায় সম্প্রতি তিনটি কৃষি আইন৷ সেই কারণে বাধ্য হয়েই সরকার আন্দোলনের জন্য কৃষকদের কাছে মাথা নত করে তিন কৃষি আইন প্রত্যাহার করেছে৷

মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সরকারকে আরো বেশী সহিষ্ণু ও আলোচনার পথে হাঁটার পরামর্শ দেন৷ কথা প্রসঙ্গে বলি যে হিন্দিভাষা জোর করে চাপানো বিরুদ্ধে যখন সারাদেশ বিতর্ক চরমে তখন প্রধানমন্ত্রী জয়গান গেয়েছেন মাতৃভাষার৷ প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র সরকার একটা আইন আনতে চলেছে তা হলো আইনি পরিভাষাগুলি স্থানীয়ভাষায় বোধ্য করে তুলতে৷

এই যে সব অসাংবিধানিক বিষয়-এর প্রাদুর্ভাব ঘটছে ভারতে তার মূল কারণ হলো সেই একটি মূল কারণ চরম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে চরম দুর্নীতি পরায়ণ হওয়া৷ এটা মূলতঃ হয় কেন্দ্রে৷  আমরা লক্ষ্য করেছি ইন্দিরা গান্ধীকে চরম দুর্নীতি পরায়ন হতে৷ কারণটা হলো একক দলের সংখ্যা গরিষ্ঠতার কারণে আর চরম উচ্চাকাংসী হওয়াটা৷ তাই তাঁর পতন হয়েছে তেমনটাই তাঁর দল ও শেষ হয়ে যাওয়ার মুখে৷ কেন্দ্রে আর যাঁরা শাসনে এসেছেন তার জন্যে শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী ছিলেন রাজধর্ম সম্বন্ধে সচেতন ও আদর্শবাদী মানুষ তাই তিনি চিরস্মরণীয় হয়ে আছেন৷ তাঁর নম্রবিনয়ীভাব সংযম৷ এ তিনি তাঁর আদর্শের নিজস্ব পতাকা বহন করে গেছেন মানবতার, রাজনৈতিক চিন্তাধারা নয়৷ কথা প্রসঙ্গে বলা যায়, একসময়ে জাতীয় দল ছিল অবিভক্ত কমিউনিষ্ট দল৷ কিন্তু পশ্চিম বাংলার সিপিএম এর উদ্ধত জ্যোতি বসুর বামফ্রন্টের শাসনে ৩৪ বছর ধরে  শেষে  দেখা গেল সেই দল জন সমর্থন হারালো৷ তাই কংগ্রেস কমিউনিষ্ট দল জাতিয় দলের সম্মান হারিয়ে আঞ্চলিক দল হয়েছে৷ বিজেপি বর্ত্তমানে জাতীয় দলের তকমা পরে আছে৷ কিন্তু  এই তকমাকে রক্ষা  কত দিন দল করে সেটাই চিন্তার৷ এই দল ধর্ম নিরপেক্ষ সেটা সরাসরি অস্বীকার করে নিছক হিন্দুত্বকে অগ্রাধিকার দান করে শাসন চালাচ্ছে৷ ভারতের সংবিধান সাম্প্রদায়িককে প্রশ্রয় দেন না৷ মানবিক মূল্যবোধকে সংবিধানে মান্যতা দেওয়া হয়৷ সাম্প্রদায়িক চিন্তা কখনোই জাতপাতের ঊধের্ব উঠতে সক্ষম নয়, তাই গণতন্ত্রই খাটো হয়ে যাচ্ছে৷ অহিন্দুরা আতঙ্কের মধ্যে থাকছে৷ ভারতে এটা চলতে পারে না৷ সংবিধান তাই ধর্মনিরপেক্ষ তাই বলা হয় মানুষ মানুষ ভাই ভাই৷ সকল মানুষের ধর্ম এক কিন্তু খ্রীষ্টান, হিন্দু, মুসলমান শব্দগুলি হলো বিভিন্ন ধর্মমত বিশ্বাসীদের ধর্ম চিন্তা৷ তাই সেটাকে ধর্মমত বলে৷ কিন্তু মানুষ মানুষ  ভাই ভাই তাই সংবিধানে জাতিধর্মমত নির্বিশেষে সকলকে মানবতায় বিশ্বাসী হিসাবেই ঘোষিত করেছে৷ শাসকগণকে সেটা মনে রেখেই শাসনকার্য চালাতে হবে সেটাই  রাজধর্ম৷ সেখানে শাসককে সংকীর্ণ বিশেষ ধর্মের বিশ্বাসীর মতো আচরণ করলে চলবে না৷

এদিক থেকে শাসক হিসাবে জওহরলাল, অটল বিহারী বাজপেয়ী প্রশ্ণাতীত৷ এটাই আমি মনে করি৷ কেন্দ্রের শাসনে থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে রাজধর্ম পালন করতে হয়৷ তাছাড়া অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা আমরা পাইনি তার মূল কারণ সাম্রাজ্যবাদী ইংরেজ এই দেশকে টুকরো করে রেখে গেছে দাদাগিরি করতে৷ অখণ্ড ভারতবর্ষের পূর্ণস্বাধীনতার জন্য যিনি প্রাণপাত  করেছেন সেই নেতাজীর ভয়েই আগে ভাগে ১৯৪৭সালের ১০ই আগষ্ট ঋষি অরবিন্দের জন্মদিনে হয়তো না জেনেই দেশ ভাগ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সর্বনাশ করে গেল৷ আর জওহরলাল ও জিন্না সেটা লুফে নিলেন৷ এদিকে দেশের জনগণ কিন্তু কিছুই জানতেই পারেন নি কারণ তারা এ ব্যাপারে অধিকাংশ মানুষ সচেতনই ছিলেন না৷ দীর্ঘকাল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে তাঁরা  অর্দ্ধমৃত হয়ে বেঁচে ছিলেন৷ তাঁদের  পেটে ভাত ছিল না, মাথায় ছাদ ছিল না রোগে ওষুধ ছিল না, পরণে কাপড় ছিল না, আর অধিকাংশই নিরক্ষর ছিলেন৷ আজও  সকলের  অক্ষর জ্ঞানটুকুও হয়নি৷ এটাই এক পরিহাস ভারতের নাগরিকদের! তাঁদের নির্মমভাবে শোষন করা হচ্ছে গণতন্ত্রের মোড়কে৷ ধণতান্ত্রিক সমাজ ব্যবস্থার নির্মম শোষণে ধনীরাই ধনে পুনে লক্ষ্মীলাভ করছেন আর গরিব হতভাগ্যরা সার্বিক শোষণে রক্তশূন্য হচ্ছেন৷ এটাই পরিহাস!

অত্যন্ত দুঃখের কথা সেই জনগণের সেবায় আত্মনিবেদিত প্রাণ নেতাজী সুভাষচন্দ্র বসুকে এদেশের শাসকগণ অধিকাংশই যাঁরা ইংরেজের স্তবক তাঁরা ইচ্ছাকৃতভাবে চরিত্র হনন করেছে ও কুৎসা রটনা করে জনসমাজে তাঁকে ঘাটে ফেরার ষড়যন্ত্র করে গেছেন আজও করছেন৷ এই তো এই মহান দেশের শাসকগণের অধিকাংশ৷ তাঁরা করবেন দেশ সেবা!

এটি আজ দুর্নীতির স্বর্গরাজ্য৷ মাননীয় মহান বিচারপতিগণ যাঁরা সত্যের পূজারী ও সত্যে আত্ম নিবেদিত প্রাণ তাঁদের অধিকাংশই চিন্তিত দেশের  ভবিষ্যত নিয়ে!

মাত্র ৭৫ বছরে ১০০ এর প্রায় অধিক পবিত্র সংবিধান সংশোধন হয়েছে! আমেরিকায় আড়াই শত বছরের মধ্যে  সংবিধানমাত্র কয়েকবার  সংশোধিত হয়েছে যে গদিতে আসে সেই হাত বাড়ায় সংবিধান সংশোধনে এদেশে৷ এর কারণটা হল দলীয় স্বার্থে লুটে পুটে খেয়ে নিচ্ছে দেশটাকে৷

শাসনে এসেই অধিকাংশই ধনে পুতে লক্ষ্মী লাভ করে বসেছে আর মানুষ হত দরিদ্র হচ্ছে গণতন্ত্রে! শাসনে এসেই ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি তারপর সবই মিথ্যা! তাই রাজনৈতিক নেতারা অধিকাংশই অভিনেতা৷ এই সংকটে দরকার সচেতন নাগরিক৷ যাঁরা দেশকে ভালোবাসেন ও দেশের  জন্য নিঃস্বার্থ সেবা দিয়ে দেশকে রক্ষা করবেন৷ আর দলছুট রাজনৈতিক নেতাদের আত্মসুখতত্ত্বে বিশ্বাসীদের রাজনৈতিক ছলনায় জনগণের কোন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ চাই  আজ সৎনীতিবাদী দেশ নেতাদের যাঁরা সত্যই দেশকে রক্ষা করবেন নিষ্ঠা ত্যাগ ও তিতিক্ষা দিয়ে৷

মনে হয় তবেই মহান বিচারপতিরা শান্তি ও তৃপ্তি পাবেন ও দেশ ও দেশের জনগণ বাঁচবেন৷ আজ শুধু চলছে কিছু কৌশলীদের ছলাকলা রাজনীতির নামে গদীর লড়াই! এটা যতো তাড়াতাড়ি বন্ধ হয় ততই দেশের ও জনগণের মঙ্গল৷