বৃক্ষমিত্র
অক্সিজেন যদি বাঁচার মন্ত্র,
কার্বন-ডাই অক্সাইড হচ্ছে বিষ
বিষ গ্রহণের কাজটাই গাছ করছে অহর্নিশ
এই প্রক্রিয়ার নামটাইতো ফটোসিন্থেসিস৷
কার্বন-ডাই অক্সাইড নিচ্ছে
কিন্তু অক্সিজেন করছে দান
অমৃতটা দিচ্ছে কিন্তু হলাহলটা পান
গাছের কাছেই বাঁধা প্রাণীর পিতৃদত্ত প্রাণ৷
পত্ররন্ধ্রে বাষ্পমোচন সৃজন করে বৃষ্টি
বৃক্ষ বিনা ধবংস হত এই সুন্দর সৃষ্টি
তবুও কবে গাছের দিকে
পড়বে সবার দৃষ্টি?
ফার্ণিচারের তক্তা-দাতা, ভূমিক্ষয়কে রোধ
গাছের ঋণ কোনদিনই
করতে পারব শোধ?
গাছকে কবে বাসব ভাল,
- Read more about বৃক্ষমিত্র
- Log in to post comments