প্রশ্ণ

লেখক
রবীন্দ্রনাথ মন্ডল

ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে গুণী জনে

তবু কেন প্রশ্ণ জাগে মনের গোপনে৷

এ জগতে বিষ্ণু কেন এলেন তবে বারে বারে ?

শত দুঃখ সহ্য করে  অসুর কেন সংহারে ?

এত রূপ রস গন্ধ কেন এই  সে ভূবনে?

আছে জন্ম আছে মৃত্যু আলো অন্ধকার

জয় পরাজয় দিয়ে মোদের নেয় সে শিক্ষাভার

এমন নিখঁুত গড়া জগৎ, মিথ্যা ভাবি কেমনে

সৃষ্টি দেখে স্রষ্টা খঁুজি জানতে পারি তাঁকে

সৃষ্টি মাঝে শক্তি তাহার গোপন করে  রাখে

এ জগৎটা গড়লো বলো কিসের কারণে?