বিরাটের নেতৃত্বে বিরাট জয় ভারতের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এক ইনিংস ও ২৩৯ রানে জয় এল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের৷ বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশাল জয়৷ রেকর্ডের পর রেকর্ড গড়েছে টিম ইণ্ডিয়া৷ পাঁচটি ডবল সেঞ্চুরীর মালিক হয়ে সানি গাভাসকারের রেকর্ড টপকে গেলেন বর্তমান ভারত অধিনায়ক৷ এক ক্যালেণ্ডার ইয়ারে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকড (১০টি) বিরাটের দখলে৷ ভাঙলেন রিকি পণ্টিং ও স্মিথের রেকর্ড আবার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চরীর (১২টি) রেকর্ডও করে ফেললেন আগ্রাসী বিরাট৷ এই টেষ্টে বিরাট ২৬৭ বলে করেছেন ২১৩রান৷ তবে সব রেকর্ডের মধ্যে জ্বলজ্বল করছে যে রেকর্ডটি সেটি হ’ল রবিচন্দ্রন অশ্বিনের দুর্ধর্ষ পারফরমেন্স৷ তিনি ৫৪টি টেস্টে দখল করেছেন ৩০০ উইকেট যা ম্লান করেছেন ডেনিস লিলির রেকর্ড৷ অষ্ট্রেলিয় ফাস্ট বোলার ৫৬টি টেস্টে ৩০০ জন ব্যাটসম্যানকে প্যাভেলিয়নের পাঠিয়েছিলেন৷

নাগপুর টেস্টের সংক্ষিপ্ত বিবরণ---

শ্রীলঙ্কা ২০৫ ও ১৬৬ (৪৯.৩ ওভার)

ভারত ৬১০/৬ (ইনিংস ডিক্লেয়ার)