July 2018

আমরা বাঙলী

সৌরভ চউধুরী

বাঙ্লা মোদের দেশ

         বাংলা মোদের গৌরব

বিশ্বকবির গীতাঞ্জলি

         ছড়ায় বিশ্বে সৌরভ৷

বাঙ্লারই দুলাল নিমাই

         আর প্রভু নিত্যানন্দ

রামমোহন বিদ্যাসাগর

         স্বামী বিবেকানন্দ৷

আমাদের ঋষি অরবিন্দ

         সাহিত্য সম্রাট বঙ্কিম

বীরশ্রেষ্ঠ নেতাজী

         আর শহীদ ক্ষুদিরাম৷

বাঙ্লা মোদের গর্ব

         বাঙ্লা মোদের প্রাণ

আমরা বাড়াব সবাই

         বাঙ্লা সম্মান৷৷

মনুষ নহীঁ, দেওতা হ্যায়

তোমরা এমন কিছু কিছু মানুষ নিশ্চয় দেখেছ যাদের শরীরে মায়ামমতা অত্যন্ত বেশী৷ বিপদে আপদে সবাই তাঁদের দ্বারস্থ হয়, তাঁরাও বিপন্ন মানুষকে বাঁচাবার জন্যে আপ্রাণ চেষ্টা করে থাকেন৷ নিজেকে বিপদে ফেলেও অন্যকে বাঁচাবার চেষ্টা করেন৷ একটি ঘটনার কথা মনে পড়ল৷

ভাল স্পিনারের সমস্ত রসদ কুলদীপের মধ্যে রয়েছে

টেস্টে ইংল্যাণ্ডের বিরুদ্ধে বিরাট কোহলির বড় অস্ত্র হতে  পারেন কুলদীপ যাদব---এই ধারণা পোষণ করেন সচিন তেণ্ডুলকর৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে  প্রথম দু’টি  একদিনের ম্যাচে ৯টি উইকেট তুলে নেন কুলদীপ, তার মধ্যে  প্রথম বারের ম্যাচটাতে কেরিয়ারের সবথেকে সেরা বোলিং করে ২৫ রান দিয়ে নেন ৬টি উইকেট ৷ যদিও পরে জো রুটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তাঁর পারফমেন্স একটু নড়বড়ে হয়ে যায়৷ কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতার মধ্যে কুলদীপের অবদানও কিছু কম ছিল না৷

সোণা জয়ী তীরন্দাজ এখন রাস্তার শ্রমিক ঃ অবশেষে কেন্দ্রের সাহায্য

২০০৮ সালে এশিয়ান গেমসে তীরন্দাজ বিভাগে সোণা জয় করে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন ঝাড়খণ্ডের অশোক সোরেন৷ কিন্তু ভাগ্যের পরিহাসে চরম দারিদ্র্যের শিকার হয়ে তাঁকে শেষ পর্যন্ত রাস্তার শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়৷ তাঁর সাহায্যে এতদিন কেউই এগিয়ে আসেনি৷ খুব কষ্টের মধ্যেই দিন কাটছিল৷