টেস্টে ইংল্যাণ্ডের বিরুদ্ধে বিরাট কোহলির বড় অস্ত্র হতে পারেন কুলদীপ যাদব---এই ধারণা পোষণ করেন সচিন তেণ্ডুলকর৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচে ৯টি উইকেট তুলে নেন কুলদীপ, তার মধ্যে প্রথম বারের ম্যাচটাতে কেরিয়ারের সবথেকে সেরা বোলিং করে ২৫ রান দিয়ে নেন ৬টি উইকেট ৷ যদিও পরে জো রুটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তাঁর পারফমেন্স একটু নড়বড়ে হয়ে যায়৷ কিন্তু টি-টোয়েন্টি সিরিজ জেতার মধ্যে কুলদীপের অবদানও কিছু কম ছিল না৷
গত সোমবার মাষ্টার ব্লাস্টার--- সচিন তেণ্ডুলকর একটি সংবাদ মাধ্যমের কনফারেন্সে বলেন---‘‘ আমার সবসময়ে মনে হয়েছে কুলদীপ টেস্ট খেলার জন্য তৈরি৷ আমার ধারণা টেস্ট ক্রিকেট কুলদীপের কাছে একটা বড় মাপের চ্যালেঞ্জ নেওয়ার মতো হবে৷ ইংল্যাণ্ড সফরে প্রথমের দিকে ইংল্যাণ্ডের টিম কুলদীপকে নিয়ে দিশাহারা ছিল কিন্তু পরে তারা কুলদীপ ও যুজবেন্দ্রের বলে সফলভাবে খেলে নিয়ে ম্যাচ জিতেছে৷ কিন্তু তবও আমি মনে করি কুলদীপের হাতে অস্ত্রের অভাব নেই ও যে কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে৷’’
ইংল্যাণ্ডে এবার খুব গরম৷ কুলদীপ ছাড়াও আরও দু’জন স্পিনারকে টিমে নেওয়া হয়েছে ---অশ্বিন ও রবীন্দ্র জাদেজা৷ সচিন মনে করছেন, ইংল্যাণ্ডের আবহাওয়াই স্থির করবে ভারতীয় দলে ক’জন স্পেশালিষ্ট স্পীনার খেলবে ও কারা খেলবে৷ সুযোগ পেলে ইংল্যাণ্ডকে ধাক্কা দিতে পারবে বলে মনে করছেন ‘মাষ্টার ব্লাস্টার’৷ কয়েকজন চোটের কারণে দলে না থাকলেও ভারতীয় দল বেশ ভাল সিলেকশনে আছে৷ ইংল্যাণ্ডের আবহাওয়ায় কুলদীপকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভারতীয় বোলিং স্কোয়াড টেস্টে ইংল্যাণ্ডকে বেগ দেবেই৷