অচেনা পৃথিবী
হঠাৎ করেই কেমন আজ,
অচেনা এক পৃথিবী৷
চারিদিকই আজ নিশ্চুপ,
নিস্তব্ধ তাই সবাই৷৷
বিশ্ব জুড়ে এক মহামারী,
চারিদিকে হাহাকার৷
হাজার হাজার মৃত্যু মিছিল,
কাড়ছে প্রাণ সবার৷৷
অদৃশ্য এক দানব নাম তার ‘করোনা’৷
একটু সাবধান আর সতর্ক,
আমরা কি থাকতে পারি না?
গৃহবন্দী আমরাই নাকি
এই যুদ্ধের যোদ্ধা৷
এই পৃথিবীকে আগলে করছে যারা যুদ্ধ
সেই ডাক্তার আর নার্সদের জানাই,
আন্তরিক শ্রদ্ধা৷৷
করজোড়ে তাই প্রার্থনা করি,
ঈশ্বর কিংবা আল্লাহ৷
অসহায় এই মানুষগুলো
- Read more about অচেনা পৃথিবী
- Log in to post comments