March 2022

এগিয়ে বাঙলা

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোকে পিছনে ফেলে জল স্বপ্ণ প্রকল্পে বাঙলা সবার আগে৷ মোদির গুজরাট, যোগীর উত্তরপ্রদেশ বাঙলার পিছনে রয়েছে৷ গত বছর আগষ্ট মাস থেকে চলতি বছরে ফেব্রুয়ারী মাস পর্যন্ত শুধুমাত্র অক্টোবর মাসে বাঙলা দ্বিতীয় স্থানে ছিল৷ নভেম্বর থেকে ফেব্রুয়ারী চার মাস বাড়ি বাড়ি  জল সংযোগে বাঙলা এক নম্বরে রয়েছে৷ পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে গুজরাট দুই নম্বরে৷

করোনা-চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই

করোনার তৃতীয় ঢেউ শেষের পথে৷ ইতিমধ্যে কানপুর আই.আই.টির এক গবেষণায় ইঙ্গিত মিলেছে আগামী জুন মাসে চতুর্থ ঢেউ আসতে পারে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর জানান দেশে আপাতত চতুর্থ ঢেউয়ের কোনো সম্ভাবনা নেই৷ কোভিড সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ার ম্যান বিনোধ কুমার পল জানান---যেভাবে টিকাকরণ চলছে, তাতে কোভিডের বাড়াবাড়ি হবার কোন সম্ভাবনা নেই৷ স্বাস্থ্যমন্ত্রকের মতে দ্বিতীয় ঢেউয়ের সময় কাল ছিল ১১৭দিন সেখানে তৃতীয় ঢেউ মাত্র ৪২দিন স্থায়ী ছিল৷

জাগৃতি ও বিদ্যালয় ভবনের উদ্বোধন

গত ১৩ই ফেব্রুয়ারী কুদলং-এ আনন্দমার্গের নব-নির্মিত জাগৃতি ও বিদ্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তিন ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ স্থানী আনন্দমার্গী শ্রী লক্ষ্মীনারায়ণ কুইরী ও গোপাল কুইরীর প্রত্যক্ষ সহযোগিতায় ও পরিচালনায় গৃহ নির্মান কার্য সুসম্পন্ন হয়৷

আনন্দনগরে নীলকন্ঠ দিবস

গত ১২ই ফেব্রুয়ারী আনন্দনগরে  মার্গগুরুর বাসগৃহে মধুর্মূচ্ছনায় নীলকন্ঠ দিবস পালিত হয়৷ এই উপলক্ষ্যে ৬ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান এরপর নীলকন্ঠ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন উপস্থিত গুণিজনেরা৷ এরপর গ্রামের দুঃস্থ-মানুষদের শাড়ী-ধূতি-কম্বল ইত্যাদি বিতরণ করা হয়৷

চিৎমুতে অখণ্ড কীর্ত্তন

গত ৫ই ফেব্রুয়ারী বিদ্যাদিবস উপলক্ষ্যে চিৎমু ওপর পাড়া আনন্দনগর ধর্মচক্র ইয়ূনিটে তিনঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তত্ত্বসভা ও নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল৷

জন্মদিন উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন

আনন্দনগর চিৎমু গ্রামে শ্রী চক্রধর কলিন্দর নাতি গৌর-নিতাই-এর জন্মদিবস উপলক্ষ্যে তাঁর বাসভবনে ছয়ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে গ্রামের দুঃস্থ নারী-পুরুষদের  শাড়ী ধূতি বিতরণ করা হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

মার্গীয় বিধিতে নামকরণ

গত ২রা ফেব্রুয়ারী পুরুলিয়া জেলার ছামনিগোড়া নিবাসী শ্রী বিশ্বজিৎ মাহাত ও সরস্বতী মাহাতর ২য় পুত্র সন্তানের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান  মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷

মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

গত ১৬ই ফেব্রুয়ারী আনন্দনগর সংলগ্ণ টিমাংদা নিবাসী শ্রী নাগেশ্বর মাহাতোর  নবনির্মিত গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে  অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত পরিবেশন, অখণ্ড কীর্ত্তন ও তত্ত্ব সভার আয়োজন করা হয়েছিল৷

স্বনির্ভর প্রকল্পের সফল বাস্তবায়ন

আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে  দরিদ্র পরিবারের মেয়েদের স্বনির্ভর করে গড়ে তুলতে কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয় আনন্দমার্গ প্রচারক সংঘের আনন্দনগর কর্তৃপক্ষ৷ প্রাথমিক পর্যায় গত নভেম্বর-২০২১ থেকে ডামরুঘুটু ও চিৎমু গ্রামের দশজন মহিলাকে নিয়ে জড়ি ও জার্দুশি শিল্পের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়৷ গত ৪ঠা ফেব্রুয়ারী ৯০ শতাংশ দক্ষতার ভিত্তিতে ৫জনকে নিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ আনন্দনগর সংলগ্ণ গ্রামের মহিলাদের শিক্ষিত ও স্বনির্ভর করতে এই প্রকল্প নেওয়া হয়েছে৷

ফ্রী কোচিং সেন্টার

আনন্দমার্গ শিশুদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য গ্রামে গ্রামে ফ্রী কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ বয়সভিত্তিক শ্রেণী ও বিনা পরীক্ষায় উঁচু শ্রেণীতে ওঠায় ছাত্র-ছাত্রাদের শিক্ষার মান খুবই দুর্বল! তাই গ্রামের ওইসব দুঃস্থ ছেলেদের জন্যে কোচিং সেন্টার প্রয়োজন আছে৷ গত ১৪ই ফেব্রুয়ারী করচে গ্রামে কোচিং সেন্টার খোলা হয়৷