স্বনির্ভর প্রকল্পের সফল বাস্তবায়ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে  দরিদ্র পরিবারের মেয়েদের স্বনির্ভর করে গড়ে তুলতে কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয় আনন্দমার্গ প্রচারক সংঘের আনন্দনগর কর্তৃপক্ষ৷ প্রাথমিক পর্যায় গত নভেম্বর-২০২১ থেকে ডামরুঘুটু ও চিৎমু গ্রামের দশজন মহিলাকে নিয়ে জড়ি ও জার্দুশি শিল্পের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়৷ গত ৪ঠা ফেব্রুয়ারী ৯০ শতাংশ দক্ষতার ভিত্তিতে ৫জনকে নিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ আনন্দনগর সংলগ্ণ গ্রামের মহিলাদের শিক্ষিত ও স্বনির্ভর করতে এই প্রকল্প নেওয়া হয়েছে৷