July 2022

জাত কি কারো আছে?

ক্রীতূক>ক্রীতক৷ প্রাচীনকালে পৃথিবীর সব দেশে কিছু এমন সংখ্যক দুঃস্থ লোক ছিলেন বা থাকতেন যাঁদের জীবিকা ছিল সন্তান বিক্রী করা৷ পুত্র সন্তান বা কন্যা সন্তান দুই–ই তাঁরা বিক্রয় করতেন৷ ‘ক্রীতকঃ’ শব্দের অর্থ তাই কেনা পুত্র বা ক্রীত পুত্র অর্থাৎ পোষ্যপুত্রও হয়৷ তেমনি আবার ক্রীতদাসও(গোলাম, ইংরেজীতে ত্রপ্ত্ত্র্লন্দ্ব) হয়৷ ‘ক্রীতকঃ’ শব্দের স্ত্রীলিঙ্গরূপ ‘ক্রীতকী’৷ ‘ক্রীতক’ শব্দের অর্থ নিজের কন্যার সঙ্গে বিবাহ দেওয়া নিজ–জামাতা বা ঘরজামাইও হয়৷ বলা বাহুল্য এই সকল ঘরজামাই–এর অবস্থা ছিল ক্রীতদাসেরও অধম৷ রাঢ়ের প্রাচীন গানে আছে–‘‘ঘরজামাইয়ে শ্বশুরবাড়ী মেগের লাথি খায়’’, অথবা–

অলিম্পিক্সের আয়োজনে ভারতকে সাহায্যের আশ্বাস রাশিয়ার

ডোপিং কেলেঙ্কারি, ইউক্রেনে আক্রমণের মতো একাধিক কারণে অলিম্পিক্স-সহ বেশ কয়েকটি প্রতিযোগিতা থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া৷ সে দেশের প্রতিযোগিরা অংশ নিতে পারলেও রাশিয়ার পতাকা ব্যবহার করতে পারবেন না৷ আন্তর্জাতিক খেলার জগতে কোণঠাসা রাশিয়া পাশে দাঁড়িয়েছে ভারতের৷ ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে রাশিয়া সাহায্যে করবে বলে আশ্বাস দিলেন সে দেশের  ক্রীড়ামন্ত্রী ওলেগ ম্যাটিটসিন৷

আসন্ন কমনওয়েলথ গেমসের ক্রিকেট দলে সুযোগ পেল বঙ্গকন্যা রিচা ঘোষ

আগামী ২৮শে জুলাই শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস্‌ বার্মিংহ্যামে৷ এবার এই গেমসে প্রথমবার খেলা হবে মহিলাদের ক্রিকেট৷ এই কারণে কমনওয়েলথ গেমসের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ মোট ১৫ জনের দল বার্মিংহ্যামে খেলতে যাবে কিন্তু আরো তিনজন কে স্ট্যাণ্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হবে এটাই সিদ্ধান্ত  নিয়েছে বোর্ড৷ অর্থাৎ মোট ১৮ জনের দল খেলতে যাবে বার্মিংহ্যামে৷ কমনওয়েলথ গেমে এই প্রথমবার মহিলা ক্রিকেট খেলা হবে এই খেলাটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে৷