ভেড়ার পালের গড্ডালিকা প্রবাহ
আক্ষরিক অর্থে গড্ডালিকা প্রবাহ বলতে বোধহয় এমনটাই বোঝায়৷ সচরাচর দেখা যায়, ভেড়ার পালে সামনের ভেড়াগুলি যে দিকে যায়, পিছনের ভেড়াগুলিও সে দিকেই যায়৷ সামনের ভেড়াটিকে অনুসরণ করে বাকিদের চলার এই প্রবণতা দেখেই গড্ডালিকা প্রবাহ বাগ্ধারাটির উৎপত্তি৷ কিন্তু ১২দিন ধরে বৃত্তাকার পথে ভেড়ার পালকে ঘুরে যেতে দেখেছে কেউ? মনে হয় না৷ উত্তর চিনের মঙ্গোলিয়া প্রদেশে ৪ঠা নভেম্বর থেকে টানায় ধরে চক্রাকারে ঘুরে চলেছে ভেড়ার দল৷ প্রথমে আমেরিকার দৈনিক ‘নিউইয়র্ক টাইমস্’ এই খবরটি প্রকাশ করে৷