আকাঙ্খা
একটি ছোট্ট ছেলে সৈকত৷ সে চতুর্থ শ্রেণীর ছাত্র৷ সে সরকারী চাকুরে বাবা মার একমাত্র সন্তান৷ তা সত্ত্বেও তার মা-বাবার তার দিকে নজর দেওয়া সম্ভব হত না৷ তারা যার যার কাজে ব্যস্ত সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে সারা দিন কাঁদত, কখনোও বাইরে যেত না৷ একবার গিয়ে আসা যাক কিন্তু স্কুলের রাস্তা ছাড়া আর কোন রাস্তাই সে চিনত না৷ তবু ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকে ও অজানা পথে হারিয়ে যায়৷ যখন রাস্তা খুঁজে পাচ্ছে না৷ তখন এক গাছের নিচে বসে কাঁদতে থাকে৷ দেখতে দেখতে রাত ঘনিয়ে আসে৷
- Read more about আকাঙ্খা
- Log in to post comments