শিশু সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্বীকৃতি
আর্মড কনফ্লিক্ট অন চিল্ড্রেন শীর্ষক বার্ষিক প্রতিবেদন থেকে বাদ গেল ভারতের নাম৷ অর্থাৎ ভারতে শিশুদের ওপর সশস্ত্র সংগ্রামের কোন প্রভাব পড়ছে না৷ ২০১০ সাল থেকে পাকিস্তান,ফিলিপিন্স নাইজেরিয়া ও আরও কয়েকটি দেশের সঙ্গে ভারতেরও নাম ছিল রাষ্ট্রসংঘের তালিকায় যে সশস্ত্র সংগ্রামের প্রভাব শিশুদের ওপর পড়ছে৷ ভারতের বিরুদ্ধে এই অভিযোগ মূলত জন্মু-কশ্মীরকে কেন্দ্র করেই ছিল৷ জম্মু-কশ্মীরের সশস্ত্র জঙ্গী গোষ্ঠী বাচ্চা ছেলেদের জঙ্গী কাজকর্মে নিয়োগ করে৷ তাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়৷