ক্যালিফর্নিয়ার আল্টাডেনায় দাবানল
লস অ্যাঞ্জেলসের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি৷ তার সঙ্গে হাওয়ার গতিবেগ বেশী থাকায় আগুন হু হু করে ছড়াচ্ছে৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৪০ হাজার একেররও বেশি এলাকা পুড়ে গিয়েছে৷ আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত ১২ হাজারর বাড়ি৷ ভিটোমাটিছাড়া এক লক্ষেরও বেশি মানুষ৷
কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও আরও ছ’টি জায়গায় আগুন জ্বলছে৷ তার মধ্যে রয়েছে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স এবং আর্চার৷ পালিসেডে আরও ১০০০ একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে৷ সেখানে ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে৷ পাঁচ হাজার বাড়ি ভস্মীভূত৷