গ
গ ঃ এই ‘গ’ ধবনিটিকে আমরা পাচ্ছি তিনটি সূত্র থেকে৷ ‘গম্’ ধাতুর উত্তর ‘ড’-প্রত্যয় করে আমরা ‘গ’ শব্দ পাচ্ছি৷ ইংরেজীতে যেমন ধাতুর উত্তর er’ প্রত্যয় যোগ করে আমরা ৰিশেষণ তৈরী করে নিই যেমন goer, player, তেমনি সংস্কৃতে একই উদ্দেশ্যে ব্যবহৃত হয় ‘ড’ প্রত্যয়৷ ‘গম’্ ধাতুর মানে ‘চলা’৷ তাই ‘গ’ মানে ‘যে চলে সে’ (পুংলিঙ্গে), যেমন ‘দ্রুতগ’, ‘খগ’ ‘ৰিহগ’ প্রভৃতি৷ ‘গ’ শব্দের উত্তর ‘স্ত্রিয়াম্ আপ্’ করে পাই ‘গা’৷ তার মানে হচ্ছে ‘যে নারী চলে৷’ তাই গম্ + গা= গঙ্গা, ‘গঙ্গা’ শব্দের অর্থ হচ্ছে যে নারী বিস্তীর্ণা ভূমির ওপর দিয়ে চলে থাকে৷