বাংলাদেশে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চাপে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, ছাত্রদের সমর্থনেই ইউনুস বিদেশ বাস শেষ করে বাংলাদেশে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন৷ সরকার চালনায় ইউনুসের ব্যর্থতায়৷ সেই ছাত্ররাই এখন ইউনুসের বিরুদ্ধে ফুঁসছে৷ সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে ইউনুসের স্বৈরাতান্ত্রিক মানসিকতা ছাত্ররা মেনে নিতে পারছে না৷
কলেজ বিশ্ব বিদ্যালয়গুলি ছাত্র আন্দোলনে অশান্ত হচ্ছে৷ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে পুলিশি অত্যাচারে যে সব ছাত্র শারীরিক সক্ষমতা হারিয়েছেন ইউনুস সরকার তাদের দেখছে না---এই অভিযোগে গত ২রা ফেব্রুয়ারী বিক্ষুব্ধ ছাত্ররা ইউনুসের বাড়ীর সামনে অবস্থানে বসেন৷ জেলায় জেলায় সড়ক অবরোধ, রেল অবরোধ করে ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে৷ আন্দোলনরত ছাত্রদের অভিযোগ যে ছাত্ররা আন্দোলন করে জীবন বিপন্ন করে ইউনুসকে ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছে ইউনুস ক্ষমতায় বসে তাদের কথা ভুলে গেছে৷
অপর দিকে ৫ই ফেব্রুয়ারী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাসভবন ভেঙে গুঁড়িয়ে দেয়৷ হাসিনার বিদায়ের দিনই মৌলবাদীদের আক্রোশ গিয়ে পড়েছিল ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে৷ ৫ই ফেব্রুয়ারী মৌলবাদীরা আবার আক্রমন করলো মুজিবের বাড়ীতে রাত্রি ১১টা নাগাদ বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়৷ পাশে ধানমণ্ডির শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ও আগুন ধরিয়ে দেওয়া হয়৷ মৌলবাদীদের তাণ্ডব চলাকালীন আশপাশে পুলিশ প্রশাসনের কাউকে দেখা যায়নি৷