আনন্দনগরে গুরুকুল দিবস উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই সেপ্টেম্বর গুরুকুল দিবসে আনন্দমার্গ হাইসুকল প্রাইমারী স্কুলে ও ভেটেনারী কলেজে আলাদা আলাদা ভাবে ছাত্র শিক্ষক সকলে মিলিত হন৷ সেখানে গুরুকুলের প্রবক্তা তথা প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রা ও শিক্ষকবৃন্দ বাবার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ আজকের এ অবক্ষয়ের দিনে গুরুকূলের শিক্ষা ব্যবস্থার মহত্ব সম্পর্কে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেন৷ আনন্দনগর হাইস্কুলে বক্তব্য রাখেন আচার্য বিবেকানন্দ অবধূত প্রাইমারী স্কুলে বক্তব্য রাখেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ভেটেনারী কলেজে বক্তব্য রাখেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত সভাশেষে সবাইকার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়৷ এধরণের অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আত্মিক বন্ধন দূঢ়তর করে৷