গত ১৬ই সেপ্টেম্বর আনন্দনগরে বাবার স্মৃতি সৌধে প্রতিমাসের মত এমাসেও অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয় এই কীর্ত্তন অনুষ্ঠানে আনন্দমার্গের বিভিন্ন সুকল, কলেজের ছাত্র-ছাত্র রা, আশ্রমবাসীবৃন্দ ও চতুষ্পার্শের গ্রামবাসীরা যোগদান করেন৷ এছাড়া কীর্ত্তন শেষে চিতমুর বিশিষ্ট আনন্দমার্গী দীপু গড়াঞ এর পুত্রের অন্নপ্রাশন আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে অনুষ্ঠিত হয়৷ এতে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলায় গত ১৯শে সেপ্টেম্বর বনগাঁবাড়ী গ্রামে শ্রী মহানন্দ গড়াঞ ও শ্রীমতী শেফালী গড়াঞ-এর বাসভবনে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ অখণ কীর্ত্তনের পর সমবেত ভক্তবৃন্দের সামনে কীর্ত্তন মাহাত্ম্য ও আধ্যাত্মিক সাধনার ওপর বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা আনন্দমার্গের লক্ষ্যের ওপর বক্তব্য রাখেন৷