আনন্দনগরে বাবা স্মৃতি সৌধে’ অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই সেপ্টেম্বর আনন্দনগরে বাবার স্মৃতি সৌধে প্রতিমাসের মত এমাসেও অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয় এই কীর্ত্তন অনুষ্ঠানে আনন্দমার্গের বিভিন্ন সুকল, কলেজের ছাত্র-ছাত্র রা, আশ্রমবাসীবৃন্দ ও চতুষ্পার্শের গ্রামবাসীরা যোগদান করেন৷ এছাড়া কীর্ত্তন শেষে চিতমুর বিশিষ্ট আনন্দমার্গী দীপু গড়াঞ এর পুত্রের অন্নপ্রাশন আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে অনুষ্ঠিত হয়৷ এতে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলায় গত ১৯শে সেপ্টেম্বর বনগাঁবাড়ী গ্রামে শ্রী মহানন্দ গড়াঞ ও শ্রীমতী শেফালী গড়াঞ-এর বাসভবনে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ অখণ কীর্ত্তনের পর সমবেত ভক্তবৃন্দের সামনে কীর্ত্তন মাহাত্ম্য ও আধ্যাত্মিক সাধনার ওপর বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা আনন্দমার্গের লক্ষ্যের ওপর বক্তব্য রাখেন৷