জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর চক্রের অন্তর্গত জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৩শে আগস্ট, শুক্রবার রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন পরিচালিত পঞ্চম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ মেঘলা দিনে জমে উঠেছিল গল্প বলা প্রতিযোগিতা৷ ২২জন প্রতিযোগী মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার এর অনুনাসিকতা গল্পটি তাদের নিজস্ব ভঙ্গীমায় উপস্থাপন করে৷ ফলাফল ঘোষণার আগে চতুর্থ শ্রেণীর ছাত্র গৌরাঙ্গ সামন্ত ‘বানর ও কুমিরের’গল্পটি সকলের সামনে সুন্দর ভাবে পরিবেশন করে৷RAWA সংস্থার পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয় ‘শেয়াল ও কুমিরের’ গল্প টি ছাত্র ছাত্রাদের শোনান৷ শিক্ষার্থীরা মনোযোগ স