ভয়

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

পথে যেতে যেতে থমকে দাঁড়াই

দেখি পিছে তুমি আছো কিনা---

সোয়াস্তি নাই, নাইকো শান্তি

ক্ষণে ক্ষণে থামে মনোবীণা৷

ধূলি ধুসরিত পথে যাই হেঁটে,

চলার ছন্দ শুধু যায় কেটে,

এলোমেলো যত ভাবনার দায়ে

নিজেরেই নিজে করি ঘৃণা৷

মনের দেউলে খুঁজি গো তোমায়,

তোমা হতে যে গো গেছি সরি,

যত দূরে যাই পিছু ফিরে চাই

হারিয়ে তোমায় কেঁদে মরি৷

মুদিত নয়নে শয়নে স্বপনে

ধরিতে চাই গো তোমায় মননে

বড় ভয় জাগে পাছে যাও চলে

দেখি পিছে তুমি আছো কিনা৷