একান্ত আপন
তুমি স্রষ্টা, প্রতিপালক,
তুমি পরিত্রাতা, তোমার চরণে
শতকোটি নমি,
তুমি পরমপিতা৷
তব করুণায় তোমাকে জেনেছি,
সারাৎসার তোমাকে মেনেছি
সর্বদা সাথে তাও বুঝেছি
যুগ যুগ ধরে শুধু তোমা তরে
চাপা আছে ব্যাকুলতা৷
যে কথাটি আজও হয়নি ব্যাক্ত
সে কথাকি তবে অশ্রুসিক্ত!
সবখানে নয় অভিব্যক্ত
তাই প্রকাশের আকুলতা৷
ছোট ছোট কথা ছোট ছোট ভাব
অঞ্জলী দিয়ে গড়ি সদ্ভাব,
সৃষ্টির মাঝে তব আবির্ভাব
নানা রূপে রঙে তোমারি আভাস৷
বিপদে সম্পদে আছ পাশে পাশে,
পুষ্প কোরকে ফুলের সুবাসে
- Read more about একান্ত আপন
- Log in to post comments