December 2017

শিলিগুড়িতে ‘আমরা বাঙালী মিছিল আটক

গত ১২ই সেপ্ঢেম্বর শিলিগুড়িতে  উত্তরকন্যায় ‘গোর্র্খ জনমুক্তি মোর্র্চর  সঙ্গে  মুখ্যমন্ত্রীর  বৈঠকের  প্রতিবাদ  জানিয়ে এদিন এখানে ‘আমরা বাঙালীর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বেরুলে  পুলিশ মিছিলের পথ আটকে দেয় ও আমরা বাঙালীর নেতা ও কর্মীদের জোর করে সারা দিন কার্র্যলয়ে  আটকে রাখে৷ যাতে কোনোরকম মিছিল না করতে পারে৷  পরে আমরা বাঙালীর  জেলা সচিব  বাসুসেব সাহার  পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়৷

ঝাড়গ্রামে আমরা বাঙালীর জেলা সম্মেলন

 ঝাড়গ্রাম, ১৫ই অক্টোবর ঃ পশ্চিম বাংলার নোতুন জেলা ঝাড়গ্রামে আমরা বাঙালীর পক্ষ থেকে  ঝাড়গ্রাম শহরে গত ১৫ই অক্টোবর রবিবার জেলা সম্মেলনের আয়োজন করা হয়৷  ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালীর কর্মীরা উক্ত সম্মেলনে উপস্থিত হন৷ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির  পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বক্ষণের  কর্মী বিভূতি দত্ত মহাশয়৷ তিনি  উপস্থিত সকল সদস্যদের বাংলার এই চরম সংকটময় অবস্থায় ‘আমরা বাঙালী’র কেন  প্রয়োজনে এ বিষয়ে বিস্তারিতভাবে ব্যখ্যা করেন ও  সবাইকে  আমরা বাঙালীর কাজে সক্রিয়ভাবে যোগদানের  জন্য অনুরোধ জানান৷ তাছাড়া উক্ত সম্মেলনে  কেন্দ্রীয় কমিটির  ছাত্র ও যুব নেতা রাজু মান্না সমস্ত ছাত্র ও যুবক

ত্রিপুরায় আমরা বাঙালীর পথসভা

কল্যাণপুর ঃ গত ৬ই সেপ্ঢেম্বর কল্যাণপুর ব্লকের  দ্বারিকাপুর বাজারে  আমরা বাঙালীর কল্যাণপুর ব্লক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত সভায় বক্তব্য রাখেন--- রাজ্য সাংঘটনিক সচিব কেশব মজুমদার ও খোয়াই জেলা সচিব গৌতম দেব৷ গৌতম দেব গভীর দুঃখের সঙ্গে বলেন যে, এ রাজ্যে কমিউনিষ্ট সংস্কৃতিতে কলেজগুলো বিদ্যাশিক্ষা মন্ডপের পরিবর্তে  শাসক দলীয়  ক্যাডার তৈরীর আর মার-দাঙ্গার কেন্দ্রে পরিণত হয়েছে৷  এরই প্রমাণ পাওয়া গেছে , সদ্য আগরতলার বিবি.এম কলেজে৷ এর পূর্বেও বহুবার বহু কলেজে কোমলমতি ছাত্র-ছাত্রারা  পড়াশুণার মন নিয়ে কলেজে এসে রক্তপাতের মহড়া দেখেই ভড়কে যেত৷ তাই এর অবসানের জন্যে ব্যাপক গণচেতনা

মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নং ব্লকে ‘আমরা বাঙালী’-র পথসভা

মুর্শিদাবাদ ১৪ই অক্টোবর ঃ গত ১৪ই অক্টোবর শনিবার  ভরতপুর এক নম্বর ব্লকের অধীনে  আলোক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনারপুর বাজার মোড়ে ‘আমরা বাঙালী’র পক্ষে  বিকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত এক পথসভার আয়োজন করা হয় ৷ উক্ত পথসভায় বাঙলার অখন্ডতাকে রক্ষা করতে গিয়ে তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়৷  তারপর উপস্থিত বিভিন্ন বক্তারা অবিলম্বে বিমল গুরুং সহ গোর্র্খযুবমোর্র্চর অন্যান্য নেতাদেরও গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে বক্তব্য রাখেন৷ তাছাড়া জি.টি.এ চুক্তিকে বাতিলের দাবী জানান৷ বক্তারা আরও বলেন---দার্জিলিংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ বিজে

বাংলা ভাষা ও বাঙালী জনগোষ্ঠী সম্পর্কে কিছু মূল্যবান তথ্য

(‘কণিকায় প্রাউট’ ও ‘বাংলা-বাঙালী’ গ্রন্থের অনুসরণে একর্ষি কর্তৃক সম্পাদিত)

নৃতাত্ত্বিক বিচারে জাতিসত্তার উন্মেষ   হয় ভাষাকে কেন্দ্র করে৷ এর প্রকাশ ও বিকাশ ভৌম পরিচয়ে৷ সাবেক বাংলা বা অখন্ড বাংলা বা গৌড়বঙ্গের মাটির ভাষা বাংলা৷ বর্তমান বাঙালী জাতির পরিচয় ওই ভাষা দিয়েই৷ তাই ভাষা সংক্রান্ত তথ্যাবলী তো মনে গেঁথে রাখতেই হবে৷

l পৃথিবীর প্রধান ভাষাগুলির মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় (পোটেনশিয়াল) ভাষা হল বাংলা৷ এই ভাষা আগামী দিনে বিশ্বভাষা হওয়ার সম্ভাবনায় ভরপুর৷

l সাহিত্য সম্ভারের বিচারে বিশ্বে বর্তমানে ৪থ সাহিত্য সমৃদ্ধ ভাষা হল বাংলা৷

l ইউনেসকোর ভাষা বিভাগের অনুসন্ধানের প্রতিবেদন  হল-পৃথিবীর মধুরতম ভাষা হল বাংলা৷

সুভাষগ্রামে আমরা বাঙালীর কর্মী সম্মেলন

সুভাষগ্রাম, ২৯শে অক্টোবর ঃ গত ২৯ শে অক্টোবর দঃ২৪ পরগণা সোনাারপুর  এলাকার অন্তর্গত সুভাষগ্রামে  ‘আমরা বাঙালী’-র  কর্মী সম্মেলনে আয়োজন করা হয়৷ উক্ত সম্মেলন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় ও কেন্দ্রীয়  প্রচার ও জনসংযোগ সচিব  রবীন্দ্রনাথ সেন মহাশয়ও উপস্থিত ছিলেন৷ জেলার বিভিন্ন  এলাকা থেকে  কর্মীরা এসে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন৷  কেন্দ্রীয় সচিব  সকলের  সাথে আলোচনা করে ও সকলের সম্মতি নিয়েই জেলা সচিব বদলের সিদ্ধান্ত নিলেন৷  দঃ ২৪ পরগণার জেলায়  ‘আমরা বাঙালী’-র কাজ মোটেই সন্তোষজনক ছিল না৷  তাই কাজের গতি আনার জন্য শ্রী অনির্বাণ রায়ের পরিবর্ত্তে শ্রী অরুপ চ্যাটার্জীকে জেলা সচিব করা হল৷ তাই পরিবর্ত্তিত

পুরুলিয়ায় চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ 

পুরুলিয়া ঃ- গত ১৪ই অক্টোবর পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের অন্তর্গত গোপালনগর গ্রামে আনন্দমার্গের  পক্ষ থেকে চিকিৎসা শিবিরের আয়োজন  করা হয়৷ এই চিকিৎসা  শিবিরে  বিনাব্যয়ে ১০৫ জন রোগীকে চিকিৎসা করা হয় ও ঔষধও বিতরণ করা হয়৷ চিকিৎসক হিসেবে ছিলেন ডা ঃ শ্যামাপদ দলুই ও আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন নবকুমার কোলে, আচার্য লীলাধীশানন্দ অবধূত প্রমুখ৷

এদিন আনন্দমার্গের পক্ষ থেকে ২৫ জন দুঃস্থ মানুষের মধ্যে শাড়ী  ধুতি প্রভৃতি বিতরণও করা হয়৷ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন প্রফুল্ল মাহাত, গায়ত্রী মাহাত, জগৎচন্দ্র মাহাত প্রমুখ৷ 

অখন্ড  কীর্ত্তন

কলকাতা ঃ গাার্লস্ প্রাউটিষ্টের কার্যালয়ে মার্গগুরু শ্রীশ্রী  আননন্দমূর্ত্তিজীর পদার্পণকে স্মরণ করে  গত ১৪ই অক্টোবর  এখানে তিন ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷  কীর্ত্তন পরিচালনা কবেন আচার্য কল্যাণাত্মকানন্দ অবধূত,  অবধূতিকা আনন্দরেখা আচার্যা প্রমুখ৷ অখন্ডকীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর অবধূতিকা আনন্দ করুণা আচার্যা বক্তব্য রাখেন৷ তিনি বলেন, পরমপুরুষ সবসময়ই আমাদের সঙ্গে আছেন৷ আমরা কখনই একলা নই৷ প্রত্যেকেরই  নিয়মিত পাঞ্চজন্য, কীর্ত্তন  ও সাধনা করা উচিত৷ তাহলে সবাই অন্তরে তাঁর উপস্থিতি অনুভব করবেন৷

 

আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

 শ্যামনগর ঃ নোতুন পৃথিবী কার্র্যলয়ের কর্মী ও একনিষ্ঠ সাধক শ্রী ভবেশ বসাকের  পিতা শ্রী ভগীরথ বসাক  গত ২৩ অক্টোবর বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেন৷ আনন্দমার্গীয়  বিধিত তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়৷ পরে গত ২৯ শে অক্টোবর   প্রয়াতের  জগদ্দলস্থ  বাসভবনে আনন্দমার্গীরা বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সত্যশিবানন্দ  অবধূত ৷ এছাড়াও  এই অনুষ্ঠানে  আচার্য প্রমথেশানন্দ অবধূত কলকাতা ও উত্তর ২৪ পরগণার  অনেক  আনন্দমার্গী, ও ভবেশ বসাকের সঙ্গে তাঁর  আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন৷

শোকসংবাদ

শিলিগুড়ি ঃ এখানকার বিশিষ্ট আনন্দমার্গী সমপ্রসাদ সরকারের পিতা শ্রীভজন সরকার গত ১০ই অক্টোবর ৮২ বৎসর বয়সে পরলোক গমন করেন৷ ১৫ই অক্টোবর শিলিগুড়ির ফকদইবাড়িতে আনন্দমার্গের  সমাজশাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য্য ধীরেশানন্দ অবধূত৷