May 2018

দুর্লভপুরে আনন্দ পূর্ণিমা উৎসব

গত ২৯শে এপ্রিল আনন্দপূর্ণিমার পুন্যতিথিতে দুর্লভপুরের (বাঁকুড়া) আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ জন্মতিথি উৎসব পালিত হয়৷ প্রায় ৪০০ ভক্ত ছাত্র-ছাত্রা অভিভাবকবৃন্দ, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, প্রভাতসঙ্গীত ৩ঘন্টা অখন্ড কীর্ত্তন, মিলিত সাধনা, বাণীপাঠ, সাস্কৃতিক অনুষ্ঠান ও নারায়ণ সেবার মধ্য দিয়ে মহাসমারোহে এই আনন্দপূর্ণিমা উৎসব পালিত হয়৷

চাতরা ব্রহ্মতলায় প্রভাত সঙ্গীত অবলম্বনে সাস্কৃতিক অনুষ্ঠান

 শ্রীরামপুর, ২৯শে এপ্রিল ঃ শ্রীরামপুরের ২ নং ওয়ার্ডে চাতরা বারুইপাড়ার ব্রহ্মতলা প্রাঙ্গণে একটি নৃত্য-গীতি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় কর্তৃপক্ষ৷ ব্রহ্মাপূজা উপলক্ষ্যে সেই অনুষ্ঠানে আনন্দমার্গ স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রা সর্বশ্রী সুদতি দত্ত, অদৃজা দত্ত, অহেলী দত্ত প্রমুখ৷ প্রাউট-প্রবক্তা শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত আধারিত ‘‘তুমি এসেছিলে....’, ‘সবারে করি আহ্বান...’, ‘ঝঞ্ছাবাতের....’ অবলম্বনে কয়েকটি নৃত্য গীত পরিবেশন করে উপস্থিত  দর্শকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়৷

পুরুলিয়া জেলার ছটকা গ্রামে অসীমানন্দ দিবস পালন

গত ১লা এপ্রিল পুরুলিয়ার ছটকাগ্রামে শ্রী দুর্র্গচরণ মন্ডলের  বাসভবনে অসীমানন্দ স্মৃতির উদ্দেশ্যে ২৪ঘন্ট্যাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয়৷ অনুষ্ঠানে অসীমানন্দ স্মৃতি উদ্দেশ্যে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত৷ অনুষ্ঠানশেষে অসীমানন্দের স্মৃতি উদ্দেশ্যে একটি শোভা যাত্রার আয়োজন করা হয়৷

আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ ও নামকরণ অনুষ্ঠান

গত ১৫ই এপ্রিল ঝাড়গ্রামে  বিশিষ্ট মার্গী শ্রীরতিকান্ত মাহাত ও দীপালী মাহাত-র নোতুন বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠানহয়৷ উক্ত অনুষ্ঠানে তিনঘন্ট্যাব্যাপী ‘বাবা নাম কেবলম্’  মহানামসংকীর্ত্তন  হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার পর  উক্ত অনুষ্ঠানে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ এরপর  শ্রীরতিকান্ত মাহাত ও দীপালী মাহাত-র কনিষ্ঠ পুত্রসন্তানের নামকরণ অনুষ্ঠানটিও  পালিত হয়৷

মাসিক  অখন্ড কীর্ত্তন

গত ৪,৫, এপ্রিল মেদিনীপুর ডায়োসিসের মাসিক অখন্ড কীর্ত্তন  চন্দ্রকোণা রোডের  নিকট বোরোজাম আনন্দ ইয়ূনিটে অনুষ্ঠিত হয়৷  কীর্ত্তনের  পর আনন্দমার্গের  সাধনা  ও ভক্তিমাহাত্ম্যের  ওপর বক্তব্য রাখেন গজেন্দ্রনাথ  নায়েক, আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত  প্রমুখ৷  অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে  সহযোগিতা করেন সৌরভ নায়েক৷ তরুণ খান প্রমুখ৷

মেদিনীপুরের সমস্ত  আনন্দমার্গ স্কুল ও ইয়ুনিটে  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  জন্মদিন যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হবে৷

মেদিনীপুর শহরের এপ্রিল মাসের  মাসিক অখন্ড কীর্ত্তন  অনুষ্ঠিত  হয় শ্রীমতী বীণাপাণি দে -এর বাসভবনে৷

আগরতলায় মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮তম জন্মোৎসব পালন

আগরতলা (ত্রিপুরা) ঃ গত ২৯শে এপ্রিল কলেজটিলার আনন্দমার্গ আশ্রমে মহাধূমধামের সঙ্গে পরমারাধ্য গুরুদেব তথা আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ জন্মক্ষণ সকাল ৬টা ৭মিনিটে শঙ্খধবনি ও উলুধবনির সঙ্গে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে মার্গগুরুদেবের ৯৮তম জন্মতিথি উৎসব পালন করা হয়৷ যথারীতি কীর্ত্তন, সাধনা, বাণীপাঠ, বাণীর তাৎপর্য আলোচনা ও প্রসাদ গ্রহণের পর ৭টা ৩০মিনিটে একটি বর্র্ণঢ্য মিছিলের আয়োজন করা হয়৷ এই মিছিল শহরের সমস্ত জনবহুল রাস্তা পরিক্রমা করে৷

হুগলী জেলার তারকেশ্বরে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মৎসব পালন

গত ২৯ই এপ্রিল হুগলী জেলার তারকেশ্বর আনন্দমার্গ স্কুলে পাঞ্চজন্য-এর পরে গুরুদেবের জন্মলগ্ণে সকাল ৬-০৭ মিনিটে  উলুধবনি, শঙ্খধবনি  দিয়ে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মোৎসব উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজা, স্বাধ্যায়ের পর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সম্পর্কে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  শ্রী শিবশঙ্কর পাল ও অন্যান্যরা৷

চুঁচুঁড়া আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মজয়ন্তী পালন

চুঁচুঁড়া ঃ আনন্দমার্গ দর্শনের প্রবক্তা, নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থার রূপকার,‘প্রাউট’ তত্ত্বের প্রবক্তা ‘প্রভাত সঙ্গীত’-এর স্রষ্টা  শ্রী প্রভাত রঞ্জন সরকার  তথা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ৯৮তম পুণ্য জন্মতিথিতে নূতনের আলো নবভাবে আস্বাদন করতে তাঁরই রচিত ও সুরারোপিত  প্রভাত সঙ্গীতের ডালি নিয়ে অর্ঘ্য প্রদানের আয়োজন করেছিল চুঁচুঁড়া আনন্দমার্গস্কুলের শিক্ষকবৃন্দ৷

এই উপলক্ষ্যে  ২৯শে এপ্রিল  আনন্দপূর্ণিমায় স্কুলের  ছাত্র-ছাত্রাবৃন্দ স্কুল প্রাঙ্গনে  নাচ ও গানের মাধ্যমে  এক মনোজ্ঞ প্রভাত সঙ্গীত সন্ধ্যা উপস্থাপন  করল  অভিভাবক , গুণগ্রাহী ও মার্গের স্থানীয় সাধক-সাধিকাদের  উপস্থিতিতে৷

হুগলী জেলায় আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ ও নামকরণ অনুষ্ঠান

গত ১৪ই এপ্রিল হুগলী জেলার বিশিষ্ট মার্গী শ্রী মানস করণ ও প্রিয়া করণের নোতুন বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ উক্ত অনুষ্ঠানে তিন ঘন্টা ব্যাপী মহানাম সংকীর্ত্তন ‘বাবানাম কেবলম্’ অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার উক্ত অনুষ্ঠানে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এরপর  শ্রী মানস করণ ও প্রিয়া করণের পুত্র-সন্তানের আনন্দমার্গীয় বিধিতে নামকরণ অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ তিনি তাঁদের পুত্র সন্তানের নামকরণ  করেন শ্রী প্রেমাংশু দেব৷

আনন্দপূর্ণিমা উৎসবে রেনেসাঁ ইয়ূনিবার্র্সল আয়োজিত  আলোচনা সভা

আনন্দপূর্ণিমা উৎসব উপলক্ষ্যে আনন্দমার্গের  শাখা সংঘটন  রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে আজ এখানে  ‘সমাজের বিভিন্নক্ষেত্রে’’ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  অবদানে’র ওপর  এক আলোচনাসভার  আয়োজন  করা হয়৷ এই আলোাচনা সভায় বক্তব্য রাখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ অরুণ ঘোষ, ডঃ দেবব্রত নস্কর,  ডঃ দিলীপ  হালদার ও কল্যাণী কৃষি বিদ্যালয়ের  প্রাক্তন উপাচার্য  ডঃ পবিত্র কুমার গুপ্ত৷ সভায় সভাপতিত্ব করেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী ও প্রাক্তন সাধারণ সম্পাদক  আচার্য সর্বাত্মানন্দ অবধূত৷ আলোচনা সভার  উদ্বোধনী ভাষণ দেন আচার্য রবীশানন্দ অবধূত৷  তিনি বলেন,  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী