সংবাদদাতা
পি.এন.এ.
সময়
২০১৭ সালে বেকারত্ব ইস্যুতে সারা বিশ্বের নিরিখে ভারতের স্থান দশম স্থানে৷ ওই বছর দেশে ১০.৫ শতাংশ শিক্ষিত যুবক বেকার ছিলেন৷ বলা বাহুল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসায় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বছরে ২ কোটি মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন৷ কিন্তু, ক্ষমতায় আসার পর তিনি তাঁর প্রতিশ্রুতি কতটা পালন করেছেন সে সম্পর্কে একেবারে চুপ৷ স্পষ্টই বোঝা যাচ্ছে ওই প্রতিশ্রুতি কার্যে পরিণত করা হয়নি৷ বেকার সমস্যাই বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা৷ বেকার সমস্যার সমাধান করে অর্থনীতির উন্নয়নের যতই ঢাক পেটানো হোক না কেন সে সবই শূন্যগর্ভ৷