চরম অচলাবস্থার যুগে তারকব্রহ্মের আগমন ও লক্ষ্য সম্বন্ধে দু’চারকথা
প্রকৃত মানুষ হতে হলে দীক্ষা গুরু অত্যাবশ্যক যিনি আধ্যত্মিকতা লাভে শিক্ষা দান করেন৷ কথায় আছে সপ্ত পিতা ও পঞ্চমাতা৷ যার মাধ্যমে মানুষ আত্মিক উন্নতির পথ পায় ও সার্থক মানুষ হওয়ার সুযোগ পায়৷ নিজেকে জানাই হলো আসল আত্মজ্ঞান৷ তাই পরমাত্মা বাবা এসেছিলেন বিশ্ব জগৎ-এর গ্রহ গ্রহান্তরে ঘুরতে ঘুরতে এই পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী ও গাছপালা যাতে শান্তিতে ও আনন্দের মধ্যে বাস করতে পারে তারই পথের সন্ধান দিতে৷ তাই তাঁর আগমন স্বেচ্ছায়৷ এই কারণে তিনি তাঁর আনন্দমার্গ প্রচারক সংঘ প্রতিষ্ঠা করেন ১৯৫৫ সালে জানুয়ারী মাসের প্রথম দিকে৷ সেই সালের জানুয়ারী মাসের প্রথমদিকে সেই জামালপুরে যেখানে তিনি কর্মসূত্রে বাস করত