সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
গত ১লা এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীন সন্ন্যাসিনী দিদি অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা হৃদরোগে আক্রান্ত হয়ে অপরাহ্ণ ৩ ঘটিকায় পরলোক গমন করেন৷ তাঁর অকস্মাৎ প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের আনন্দমার্গীরা শোকস্তব্ধ হয়ে পড়েন৷ তাঁর বিরামহীন কর্মজীবন সংঘের সকলস্তরের কর্মীদের কাছে দিদিকে জনপ্রিয় করে তুলেছিল৷
১৯৭১ সালে জানুয়ারী মাসে তিনি সংঘের সর্বত্যাগী কর্মী হয়ে কর্মজীবন শুরু করেন৷ তিনি খুবই ভক্তিপ্রাণা, আদর্শ পরায়ণ ও সংঘের একনিষ্ঠ কর্মী ছিলেন৷ সংঘের বিভিন্ন বিভাগের সর্র্বেচ্চ পদে থেকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে গেছেন৷ নারীকল্যাণ বিভাগ, শিক্ষা ও ত্রাণ বিভাগ, মেডিকেল বিভাগ ও বহির্ভারতে বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন৷ তাঁর প্রয়ানে সংঘ একজন নিষ্ঠাবান ও সদা তৎপর কর্মীকে হারাল৷
দিদি আনন্দ উত্তমা, কায়রো সেক্টর থেকে ঃ অত্যন্ত দুঃখজনক খবর, তিনি মিশনের জন্য এক অসাধারণ সম্পদ ছিলেন৷ আমার প্রথম সেক্টোরিয়াল উইমেন ওয়েলফেয়ার সেক্রেটারী৷ টোকিও যাওয়ার পথে ব্যাংককে আমাদের দেখা হয়েছিল এবং আমরা একসাথে উড়ে গিয়েছিলাম, এয়ারপোর্টে দিদি এ. গৌরী আমাদের স্বাগত জানান৷ সেই সময় দিদিদের জাগৃতি ছিল তাকাদানববা নামে একটি এলাকায়৷ যখন আমরা স্টেশনে পৌঁছালাম এবং তিনি নামটা দেখলেন, তখন তাঁর মুখ এক বিশাল হাসিতে ভরে উঠলো৷ তিনি প্রায়ই বলতেন, ’আমরা তাকাদানোবাবাতে থাকি!’ ’বাবা’ শব্দের উপর জোর দিয়ে৷ তিনি আমাদের সেবা সম্পর্কে শিক্ষা দিতেন৷ তিনি আমাদের সারা রাত জাগিয়ে বাচ্চাদের হোম বা দিদিদের প্রকল্প বা এই মার্গী বা সেই মার্গীর জন্য ভারতে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ভর্তি জিনিসপত্র প্যাক করাতেন৷ আমরা অন্তত এক বা দুইজন দিদি তাঁর সাথে বিমানবন্দরে যেতাম, আমাদের প্রত্যেকের হাতে স্যুটকেস, প্লাস্টিকের ব্যাগ এবং সব ধরনের লাগেজ থাকত, প্রায়শই যা ভেঙে যেত৷ তারপর আমরা এমন ভ্রমণকারীদের খুঁজে বের করতাম যাদের চেক-ইন ব্যাগেজ ছিল না এবং তাদের আমাদের এই জিনিসগুলো চেক-ইন করতে অনুরোধ করতাম৷ আমি তাঁকে জিজ্ঞাসা করতাম যে তিনি ভারতে গিয়ে কীভাবে এই সব সামলাবেন? তিনি শুধু হেসে বলতেন, ‘বাবা সব করে দেবেন৷’ তিনি ছিলেন অক্লান্ত, প্রায় ঘুমাতেন না এবং আমাদের সবার মিলিত শক্তির চেয়েও বেশি শক্তি তাঁর ছিল৷ আর তিনি আমাদের ভক্তি সম্পর্কে শিক্ষা দিতেন৷ তাঁর কাছ থেকেই আমরা রাতে ঘুমানোর আগে বালিশে আঙুল দিয়ে বাবার নাম লেখা শিখেছি, যা আমি আজও করি৷ যখন আমাদের মধ্যে মতবিরোধ হতো, তিনি বলতেন, ‘বাবার কাছে কাঁদো! তাঁর পায়ে নিজেকে সঁপে দাও, তাঁর পা আঁকড়ে ধরো এবং ছেড়ে দিও না!’ মজার ব্যাপার হলো, মাত্র দুই রাত আগে, আমি ঠিক এই কথাগুলোই একজন বোনকে বলছিলাম, তাকে বলছিলাম যে আমার প্রথম এসডব্লিউডব্লিউএস আমাদের সবসময় এই কথা বলতেন৷ তিনি ছিলেন আকারে ছোট একজন মানুষ, কিন্তু তাঁর উপস্থিতি, তাঁর হৃদয় এবং তাঁর ভক্তি ছিল বিশাল৷ তিনি নিশ্চিতভাবেই তাঁর কোলে আছেন৷