সংবাদ দর্পণ

মার্গীয়বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে নভেম্বর চাণ্ডিলের রাউতাড়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী রঘুনাথ মাহাতোর  নবনির্মিত বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধিমতে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে ৬ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন পরিবেশিত হয়৷

 

শিলচরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে নভেম্বর অসমে বরাক উপত্যকার শিলচর শহরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীবাপ্পাদিত্য দে কানুনগোর বাসভবনে তিনঘন্টা অখণ্ড ৰাৰানাম কেবলম্‌ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বরাক উপত্যকার প্রতিটি জেলার মার্গী-ভাই বোনেরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা ও গুরুপূজার পর স্বাধ্যায় করেন ভুক্তিপ্রধান শ্রী পান্না রায়৷ এরপর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অরুন্ধুতী আচার্যা৷

 

কাঁথিতে অখণ্ড কীর্ত্তন ও স্মরণসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে নভেম্বর পূর্ব মেদিনীপুরে কাঁথি দীঘা বাইপাসে আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে তিনঘন্টাব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ সিদ্ধমন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয় ও প্রয়াত প্রাক্তন সভাপতি অর্ধেন্দু শেখর মহাপাত্রের স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট আনন্দমার্গী মৌ নাথ ও অশোক নাথ৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন কাঁথি ডিট সেক্রেটারী আচার্য সুবোধানন্দ অবধূত, দীপ্তেন্দু জানা, ভজহরি বর্মন, বিদ্যাসাগর মাহাত, কাকলী জানা, অনিমা বর্মন, সোমশুভ্রা ঘোষ, সোমা সিন্‌হা প্রমুখ৷

কীর্ত্তন ও মিলিত প্রণিধান শেষে আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন ইয়ূনিট সম্পাদক শুভেন্দু ঘোষ, পূর্ণেন্দু খাণ্ডা ও বিদ্যাসাগর মাহাত৷

পরিশেষে বিদ্যালয়ে প্রাক্তন সভাপতি সদ্যপ্রয়াত অর্ধেন্দু শেখর মহাপাত্রের স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷ বিদ্যালয়ের শিক্ষকগণ ও ইয়ূনিটের সদস্যগণ শ্রী মহাপাত্রের স্মৃতিচারণা করেন ও শ্রদ্ধা নিবেদন করেন৷ প্রসঙ্গত উল্লেখ্য ইস্কুল পুনরায় চালু করতে ২০১২ সালে মুখ্য উদ্যোগ নিয়েছিলেন অর্ধেন্দু মহাপাত্র৷ তাঁর আকস্মিক প্রয়াণে আত্মীয় পরিজন ও সংঘের সহকর্মীরা গভীরভাবে শোকাহত হন৷ সকলেই পরমপুরুষের কাছে  তার আত্মার চিরশান্তি কামনা করেন ও আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন  বিশিষ্ট আনন্দমার্গী ও শিক্ষক বিদ্যাসাগর মাহাত৷

 

হাওড়ায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে নভেম্বর হাওড়া জেলার আমতা থানার কাঁদুয়ার বিশিষ্ট আনন্দমার্গী দিবাকর মাকালের নিজ বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷

কোণা ঃ কোণা রবীন্দ্রপল্লীতে বিশ্বজিৎ গোস্বামীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷ এই দিন ছিল বিশ্বজিৎ গোস্বামীর মাতার প্রয়াণ দিবস৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য দেবেশানন্দ অবধূত, মহাব্রত দেব, অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা, অবধূতিকা আনন্দরত্নদীপা আচার্যা, তপন মান্না, গোপা শীল, প্রশান্ত শীল প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বকুলচন্দ্র রায়৷

 

আনন্দনগরে ভ্রমণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫-২৬শে নভেম্বর উঃ২৪ পরগণার বনগাঁ ও বারাসাত থেকে নিজেদের দুইটি গাড়ি করে পরিবারের লোকজন নিয়ে আনন্দনগর বেড়াতে আসেন কিছু পর্যটক৷ তাঁরা অস্থি পাহাড়, মালটা মোসাম্বি বাগান, বেলামু পাহাড়, নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি ইত্যাদি উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখেন৷

 

বনগাঁয় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে নভেম্বর উঃ ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার জোকা গ্রামে স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের ব্যবস্থাপনায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আয়োজন করেছিলেন মহাদেব বিশ্বাস, আচার্য গোপেশানন্দ অবধূত ও স্থানীয় ইয়ূনিটের মার্গীভাইবোনেরা৷

আলোচনায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বনগাঁ ডিট.এস আচার্য কৃষ্ণপ্রাণানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত,অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী অসীম বিশ্বাস৷ বহু স্থানীয় মানুষ আগ্রহের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন৷

 

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া, কৃষ্ণনগরের পালপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রীপ্রশান্ত দত্তের মাতৃদেবী গত ৩০শে অক্টোবর সজ্ঞানে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ১০৪ বৎসর৷ গত ৮ই নভেম্বর আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয় কৃষ্ণনগর পালপাড়া বাসভবনে৷ এই উপলক্ষ্যে শোকার্ত আত্মীয়-স্বজন ও মার্গী ভাইবোনেরা তাঁর বাসভবনে সমবেত হন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, এরপর মিলিত সাধনা ও গুরপূজার পর স্বাধ্যায় করেন আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ আনন্দমার্গের সমাজ শাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মচারিনী শুভ্রা আচার্যা৷ অনুষ্ঠান শেষে ২২ জন মহিলার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়৷

 

মার্গীয় বিধিতে বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে নভেম্বর অসমের  বঙ্গাইগাঁও-এর বিশিষ্ট আনন্দমার্গী নকুল সাহা ও শ্রীমতি শুকতারা সাহার কনিষ্ঠাকন্যা অনামিকা সাহার সহিত জামসেদপুর (টাটানগর) নিবাসী নৃপেনচন্দ্র আশ ও শ্রীমতি বিজয়া আশের একমাত্র পুত্র সিদ্ধার্থের বৈপ্লবিক বিবাহ আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে সম্পন্ন হয় নদীয়া জেলার কল্যাণীর ঢাকেশ্বরী ভবনে৷

বিবাহ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর আনন্দমার্গের সমাজশাস্ত্র ও বৈপ্লবিক বিবাহের গুরুত্ব বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷ এরপর বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য ঋতবুদ্ধানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা৷ অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলন শ্রীমতি  জয়া সাহা  ও অনিতা ঘোষ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে শ্রীবকুলচন্দ্র রায়৷

 

অসমে দুইদিনব্যাপী ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘ কর্ত্তৃক নগাঁও (অসম)-এর আমবাগানে গত ১৮ই ও ১৯শে নভেম্বর আনন্দমার্গ ধর্মমহাসম্মেলনের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত সঙ্গীত (শ্রীপ্রভাতরঞ্জন সরকার কর্ত্তৃক সুর করা), ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও সম্মিলিত ধ্যানের মাধ্যমে৷ এই উপলক্ষে ৪৮ ঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ আচার্য বিকাশানন্দ অবধূত, মার্গগুরু প্রতিনিধি আধ্যাত্মিকতা ও মানব জীবনের লক্ষ্য নিয়ে বত্তৃণতা দেন৷ তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জনের  জন্য  মনই প্রধান উপাদান৷ মন যদি ইতিবাচকতার দিকে অগ্রসর হয় তবে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে  পৌঁছাতে পারি৷ আচার্য বিকাশানন্দ অবধূত বলেছেন যে ধ্যান ও সাতিক খাদ্য পরমপুরুষের  কাছাকাছি  আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷ এছাড়াও তিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজি দর্শন অনুসারে ব্রহ্ম ধারণা নিয়ে আলোচনা করেছেন৷ ব্রহ্ম হলেন সত্ত্বা, যিনি অন্য সত্তাকে মহান করেন৷ আনন্দমার্গ ইয়ূনিবার্সলের রিলিফ টিম এই উপলক্ষ্যে  বেশি  কম্বল বিতরণ করেছে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক শাখা প্রভাত সঙ্গীত এর উপর ভিত্তি করে একটি প্রাণবন্তু সাংস্কৃতিক সন্ধ্যার আায়োজন করে৷

 

আনন্দনগরে আনন্দমার্গ রিলিফ টিমের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় ত্রাণ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত এক বার্র্তয় জানান---আনন্দমার্গ ইয়ূনূিবার্র্সল রিলিফ টিম আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে খাদ্যদব্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করে৷ ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, লবণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এই রিলিফ টীমের পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসনানন্দ অবধূত৷

অবধূতিকা আনন্দ সেবাব্রতা আচার্যা ও ব্রহ্মচারিনী অমলিনা আচার্যার পরিচালনায় রিলিফ টিমের মহিলা শাখা দরিদ্র গ্রামবাসীদের কাছে ২০০টি কম্বল বিতরণ করে৷