২৩শে সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রভাত সঙ্গীতের ৩৬বর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড প্রভৃতি বাংলাভাষী এলাকার বাইরেও কোথাও কোথাও প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা চলছে৷ এবার প্রভাত সঙ্গীতের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রভাত-সঙ্গীত প্রতিযোগিতার সঙ্গীত, অংকন ও নৃত্য বিভাগে ৬৮টি কেন্দ্রে প্রাথমিক প্রতিযোগিতা হচ্ছে৷ কোনও কোনও কেন্দ্রে এই প্রতিযোগিতা হয়ে গেছে, কোথাও হচ্ছে, কোথাও আগামী ১৬ই সেপ্ঢেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে৷ 

এখানে উল্লেখ্যযোগ্য, এবার নূতন ৭ জায়গায় প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা হচ্ছে, জানা গেছে এবার মুম্বাইতেও প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা হচ্ছে৷ ওখানকার আনন্দমার্গীরা এ ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী৷ ওইসব  প্রাথমিক প্রতিযোগিতায় যাঁরা ১ম ও ২য় হবেন তাঁরা কলকাতায় অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন৷

 আগামী ২৩শে সেপ্ঢেম্বর কলকাতায় ভি.আই.পি নগরে প্রভাত সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতা হবে৷

এর আগে, ১৪ই সেপ্ঢেম্বর অন্য বছরের মত এবছরেও কেন্দ্রীয় কার্যালয় সহ সর্বত্র প্রভাত সঙ্গীতের ৩৬ বর্ষপূর্ত্তি উৎসব অনুষ্ঠিত হবে৷