পুরুলিয়া জেলায় অবস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম আনন্দনগরে শুরু হয়েছে ত্রি-দিবস ব্যাপী ধর্মমহাসম্মেলন৷ ২৫শে মে শুরু, শেষ হবে ২৭শে মে৷ ইতোমধ্যেই দেশ বিদেশ থেকে হাজার হাজার আনন্দমার্গী ধর্মমহাসম্মেলনে যোগদান করার জন্যে আনন্দনগরে সমবেত হয়েছেন৷ এখনও জনস্রোত চলেছে৷ বিভিন্ন দেশ থেকেও আনন্দমার্গের অনুগামীরা এই ধর্মমহাসম্মেলনে যোগদান করার জন্যে এসেছেন ও আসছেন৷
এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরুর প্রতিনিধি হিসেবে আধ্যাত্মিক প্রবচন দেবেন সংঘের পুরোধা প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার৷ ইতোমধ্যে ২৩শে মে থেকে কীর্ত্তন মণ্ডপে ৭২ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন চলছে৷ এই অখণ্ড কীর্ত্তনে বিভিন্ন স্থান থেকে দলে দলে ভক্তবৃন্দ যোগদান করছেন৷ কীর্ত্তনের ভক্তিপূর্ণ মধুর সুরে আনন্দনগরের আকাশ-বাতাস অপূর্ব আধ্যাত্মিক স্পন্দনে স্পন্দিত হয়ে চলেছে৷
সংঘের ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত সমস্ত আনন্দমার্গীদের এই ধর্মমহাসম্মেলনে যোগদান করে অনাবিল আধ্যাত্মিক আনন্দে আপ্লুত হতে আহ্বান জানিয়েছেন৷ এই ধর্ম সম্মেলনে সারা পৃথিবীতে কর্মরত সংঘের শিক্ষা-ত্রাণ-জনকল্যাণ বিভাগ, ধর্মপ্রচার বিভাগ, প্রাউট প্রচার বিভাগ, সেবাদল প্রভৃতি বিভাগের শত শত কর্মী এসে পৌঁছেছেন৷ দেশ-বিদেশ থেকে আনন্দমার্গ বহু সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা এসে পৌঁছেছেন৷ বিগত ছয় মাসের সংঘের জনসেবামূলক কাজকর্ম পর্যালোচনা করে আগামী ছয় মাসে জন্যে নোতুন করে কর্মসূচী গ্রহণ করবেন৷ ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত বলেন---বর্তমানে দেশ জুড়ে যে ব্যাপক অবক্ষয়, দুর্নীতি ও ব্যাভিচার চলছে , তা থেকে সমাজকে বাঁচাতে সমাজে ব্যাপক নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাই প্রধান হাতিয়ার৷ ধর্মের নামে বর্তমানে সমাজে অজস্র কুসংস্কার, অন্ধবিশ্বাস সহ নানান ধরণের ধর্মের বিকৃতি রয়েছে৷ আনন্দমার্গ কোনরকম অন্ধবিশ্বাস, ও যুক্তিহীন কুসংস্কারপূর্ণ আচার-অনুষ্ঠানকে সমর্থন করে না৷ আনন্দমার্গ নীতিভিত্তিক (যম-নিয়ম) অষ্টাঙ্গিক যোগ সাধনা দিয়ে সমাজের নৈতিক মনের বিকাশ ঘটাতে বদ্ধপরিকর৷