২৬, ২৭, ২৮ মে আনন্দনগরে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 প্রতি বছরের মত এ বছরেও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ৯৬তম জন্মবার্ষিকী (৯৭তম জন্মতিথি) উপলক্ষ্যে আগামী ২৬,২৭,২৮ মে আনন্দনগরে আনন্দমার্গের ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই ধর্ম মহাসম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য থেকে, আর তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনন্দমার্গের অনুগামীরা যোগদান করবেন এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরু-প্রতিনিধি হিসেবে আধ্যাত্মিক প্রবচন দেবেন  আনন্দমার্গের পুরোধা প্রমুখ শ্রদ্ধেয় আচার্য কিংশুকরঞ্জন সরকার ৷

এছাড়া, আনন্দমার্গের সাংসৃকতিক প্রকোষ্ঠ রাওয়া’-র তরফ থেকে এই তিনদিন ধরে ধর্মমহাসম্মেলন মঞ্চে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠ শিল্পীবৃন্দ এখানে প্রভাত সঙ্গীত পরিবেশন করবেন, এছাড়া প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য,গীতিনাট্য ও নাটকও পরিবেশিত হবে৷