দার্জিলিংয়ে ৭০দিনের অধিক একটানা বন্ধ চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত৷ সাধারণ মানুষ চরম দুর্দদশায় পতিত হয়েছে৷ আয়ের পথ বন্ধ৷ খাদ্য সরবরাহ নেই৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ৷ তার ওপর সম্প্রতি পর পর দুটি বিস্ফোরণ দার্জিলিংয়ের সাধারণ মানুষ নেতাদের ওপর চরমভাবে ক্ষুদ্ধ হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে জি.এন.এল-এফ’ এর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্যে উদ্যোগ নিতে আবেদন জানানো হয়েছে৷
এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯শে আগষ্ট নবান্নে পাহাড়ের সব দলগুলিকে বিশেষ করে যারা নির্র্বচনে অংশগ্রহণ করেছিল তাদের সর্বদলীয় বৈঠকে ডেকেছেন৷ বিভিন্ন জনজাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদেরও ডাকা হয়েছে৷ গোর্র্খ জনমুক্তি মোর্র্চর নেতা স্বরাজ জানিয়েছেন , ‘আমরা দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব৷’ মোর্র্চ নেতা বিনয় তামাং এর মিটিং-এ যোগদানের আগ্রহ প্রকাশ পাচ্ছে৷ তবে এটুকু বলছে, কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে৷ তারা একটানা প্রায় ৭০ দিনের বন্ধ্ পরিস্থিতি হোক সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খঁুজছে৷ জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী, অখিল ভারতীয় গোর্র্খ লিগের সম্পাদক বিপ্লব নাই প্রমুখও নবান্নের বৈঠকে যোগদানের পক্ষে৷ এখন দেখা যাক বৈঠকের ফল কী দাঁড়ায়?