গত ৬ই অক্টোবর ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন৷ সেই অনুসারে আগামী নবেম্বর ও ডিসেম্বরে ওই ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ নবেম্বরে মধ্যপ্রদেশ , মিজোরাম ও ছত্তিসগড়ের নির্বাচন হবে৷
মধ্যপ্রদেশ ও মিজোরামের নির্বাচন হবে ১ দফায় ৷ তবে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে নির্বাচন হবে ২ দফায়৷ রাজস্থান ও তেলেঙ্গানায় ৭ই ডিসেম্বর নির্বাচন হবে ৷
নির্বাচন নির্ঘন্ট ঃ ছত্তিশগড় ১২ ও ২০ নবেম্বর, মধ্যপ্রদেশ ও মিজোরাম--- ২৮শে নবেম্বর, রাজস্থান ও তেলেঙ্গানা --- ৭ ডিসেম্বর ৫ রাজ্যের নির্বাচনে ফল ঘোষণা-১১ ডিসেম্বর৷
২০১৯-এ লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদি সরকারের ভাগ্য নির্ধারিত হবে ঠিক তার আগে ৫ রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফলে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মিলবে৷ তাই বলা যায় এই বিধানসভা নির্বাচন কেন্দ্রের মোদি সরকারের সেমিফাইনাল৷