৭টি পুরসভার ৪টি তূণমূলের দখলে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব সংবাদদাতাঃ গত ১৭ই মে রাজ্যের ৭টি পুরসভার ভোট গণনার পর দেখা গেল দার্জিলিং জেলার ৩টি পুরসভা---দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পুরসভা গোর্থা জনমুক্তি মোর্চার হাতেই রয়েছে৷ আর বাকি ৪টি পুরসভা অর্র্থৎ দার্জিলিং-এর মিরিক,উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মুর্শিদাবাদের ডোমকল ও দক্ষিণ ২৪ পরগণার পুজালি তূণমূল কংগ্রেসের হাতে এসেছে৷ দার্জিলিং-এর ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টি, কালিম্পং-এর ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ও কার্শিয়াং-এর ২০টি ওয়ার্ডের  মধ্যে ১৭টি গোর্থাজনমুক্তি মোর্চার হাতে এল৷

অন্যদিকে মিরিকের ৯টি ওয়ার্ডের ৬টি, রায়গঞ্জের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি, পূজালির ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টি এসেছে তূণমূলের হাতে৷

ডোমকলের ২১টি ওয়ার্ডের মধ্যে প্রথমে ২৮টি ওয়ার্ড তূণমূলের দখলে এসেছিল, পরে বাকি ৩টি ওয়ার্ডের নির্র্বচিত প্রতিনিধি কংগ্রেস ও বামফ্রন্ট জোটের পক্ষ থেকে নিরিত হলেও তাঁরা সবাই তূণমূলে যোগ দেয়৷ ফলে ডোমকলে সমস্ত ওয়ার্ডগুলি এখন তূণমূলের দখলে৷ ৩ জনের ২জন ছিলো কংগ্রেসের ও ১ জন বামফ্রন্টের৷

বিজেপি রায়গঞ্জের ১টি ওয়ার্ডে ও পূজালিতে ২টি ওয়ার্ডে জিতেছে৷ তবে এই  ৭টি পুরসভা নির্র্বচন মোটেই শান্তিপূর্ণভাবে হয়নি৷ নির্বাচনকালে বোমাবাজি, ধারালো অস্ত্র, রিভলভার নিয়ে ছোটাছুটি করতেও দেখা গেছে৷