৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় বাংলার কাছে হার মানল স্পেন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত রবিবার ২৬শে আগষ্ট  ভাগীরথীর বুকে  অনুষ্ঠিত আহিরণ ঘাট থেকে গোরাবাজার ঘাট পর্যন্ত মোট ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় বাংলার কাছে হার মানল স্পেন, অর্থাৎ শ্রীরামপুরের অপূর্ব সাহার কাছে হেরে গেল স্পেনের হোসে লুই৷

এই বছর স্পেনের ওই সাঁতারুর কাছে হ্যাটট্রিক-এর সুযোগ ছিল৷ কারণ গত দুবছর ধরে পর পর ইনি চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ তাই তাঁকে হারিয়ে বাংলার মুখ উজ্বল করল অপূর্ব৷ মাত্র ১৭ বছরের অপূর্ব, ৩৪ বছরের হোসে লুই সাহেবকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে গেছে৷ এই প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেই লুইকে  সন্তুষ্ট থাকতে হলো৷ এই প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছে তিনিও একজন বাঙালী৷  বহরম পুরের বিশ্বনাথ চক্রবর্ত্তী৷

এ দিন চ্যাম্পিয়ন হওয়ার পথে রিষড়া সুইমিং  ক্লাবের সাঁতারু শ্রীরামপুর ইনস্টিটিউশনের দ্বাদস শ্রেণির ছাত্র  অপূর্ব সাহার সময় লেগেছে, ১০ ঘন্টা ৪৮ মিনিট, ৪৬ সেকেণ্ড, দ্বিতীয় লুই হোসের সময় লেগেছে, ১১ ঘন্টা, ২মিনিট, ৪৬ সেকেণ্ড ও তৃতীয় জন বহরমপুরের বিশ্বনাথের সময় লেগেছে ১১ ঘন্টা ৫ মিনিট ৪২ সেকেণ্ড৷ ৮১ কিলোমিটার  মোট ২৪ জন প্রতিযোগী ছিলেন৷  তাঁদের মধ্যে লাতিন আমেরিকা ও  ইউরোপের  চারজন পুরুষ ও মহিলা প্রতিযোগী ছিলেন, স্পেনের দু’জন,  সুইডেনের একজন  ও আর্জেন্টিনার একজন৷ তবে সুইডেনের সাঁতারু ভাগীরথীর জলে নাম কয়েক ঘন্টা পর জল থেকে উঠে পড়েন ফলে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে যান৷