অবাক কাণ্ড

লেখক
শিবরাম চক্রবর্তী

দেখছে মদন স্পষ্ট চোখে গাছে উঠছে গোরু,

জোড়া বাঁদর নিয়ে হারু চাষ করছে শুরু৷

আলু–পটল, উচ্ছে–বেগুন রান্না হয়ে গাছে,

খাওয়ার ইচ্ছা না হলেও আসছে মুখের কাছে৷

আরব সাগর দিচ্ছে পাড়ি যত উটের দলে,

মরুর বুকে দেখছে আবার জাহাজ ছুটে চলে৷

হিমালয় পাখা মেলে আকাশেতে উড়ছে,

চিতল–বোয়াল উঠোনটায় ডিস্কো নাচন নাচছে৷

একি কাণ্ড পাঠশালাতে পশুরা সব পড়ছে

মানুষ যত পশুর মত কামড়া–কামড়ি করছে

গাছের মাথা নীচে পোঁতা গোড়া আকাশ মুখে,

পায়ে হেঁটে চলত যারা হাতে হাঁটছে সুখে

ঘরটা এবার উল্টে গিয়ে শূন্যপানে ওড়ে

ঘুমের মধ্যে মদনবাবু খাট থেকে যান পড়ে৷